নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

২২ নভেম্বর ২০২৪

সোনারগাঁয়ে দুটি ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:৩৪, ২৮ আগস্ট ২০২৩

সোনারগাঁয়ে দুটি ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

রেজিস্ট্রেশন, সংরক্ষণ এবং বর্জ্যের অব্যবস্থাপনার কারণে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের দুটি ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

 

সোমবার (২৮ আগস্ট) নির্বাহী ম্যাজিষ্ট্রেট সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইব্রাহীম পরিচালিত ভ্রাম্যমান আদালত এ আদেশ দেন। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাবরিনা হক, আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. মোশারফ হোসেন সিজান উপস্থিত ছিলেন।


এ বিষয়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেট সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইব্রাহীম জানান, রেজিস্ট্রেশন, সংরক্ষণ এবং বর্জ্যের অব্যবস্থাপনার কারণে মর্ডান ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা ও নিরাময় ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।