নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

২২ নভেম্বর ২০২৪

কাঁচপুরে পরিবহন চাঁদাবাজ গ্রেপ্তার 

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৭:৪৩, ২৪ আগস্ট ২০২৩

কাঁচপুরে পরিবহন চাঁদাবাজ গ্রেপ্তার 

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ে ভয়-ভীতি প্রদর্শণ করে যাত্রাবাহী বাস থেকে চাঁদা আদায়কালে মো. রফিকুল ইসলাম নিরব (২০) নামে এক চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ।

 

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সহযোগী অজ্ঞাতনামা ৩/৪ চাঁদাবাজ দৌড়ে পালিয়ে যায়। পরে পুলিশ গ্রেপ্তারকৃত নিরবের দেহ তল্লাশী করে চাঁদা উত্তোলনের রশিদ ও নগদ ৯০০ টাকা জব্দ করে। 


বৃহস্পতিবার (২৪ আগষ্ট) দুপুরে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে সোনারগাঁয়ের কাঁচপুর ব্রীজের পূর্ব ঢালে যাত্রীসেবা পরিবহন ও মেঘনা ডিলাক্স পরিবহন হতে তাকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকৃত চাঁদাবাজ মো. রফিকুল ইসলাম নিরব সোনারগাঁও উপজেলার বেহাকৈর এলাকার মো. লিখন মোল্লার ছেলে।


কাঁচপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রেজাউল হক সত্যতা নিশ্চিত করে জানান,  গ্রেপ্তারকৃত নিরবসহ একটি চক্র পুলিশকে ফাঁকি দিয়ে মহাসড়কে চাঁদাবাজি করার চেষ্টা করছে।

 

মহাসড়কে কাউকে কোন চাঁদাবাজি করতে দেয়া হবেনা। গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে আইনগত কার্যক্রম পক্রিয়াধীন রয়েছে।