নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

২২ ডিসেম্বর ২০২৪

স্বামী-স্ত্রীর বেশে মাদক সরবারহ, সোনারগাঁয়ে ১২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার  

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৮:৩৩, ২৩ আগস্ট ২০২৩

স্বামী-স্ত্রীর বেশে মাদক সরবারহ, সোনারগাঁয়ে ১২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার  

স্বামী-স্ত্রীর বেশে এক জায়গা হতে অন্য জায়গায় ভ্রমণ করার আড়ালে মাদকের চালান নিয়ে ক্রয় বিক্রয় করে আসছে মাদক ব্যবসায়ী চক্রের মূলহোতা মো. আব্দুল করিম (৫৫) এবং তার অন্যতম এক সহযোগী সেলিনা বেগম @ শিউলি (৪০)।

 

গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৩ আগষ্ট) মধ্যরাতে নারায়ণগঞ্জের সোনারগায়ে মেঘনা টোল প্লাজার পশ্চিমে গঙ্গানগর পুলিশ চেক পোষ্ট এর সামনে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে র‌্যাব-৩।

 

এ সময় তাদের কাছ থেকে ১২ কেজি গাঁজা সাড়ে ১৭ কেজি শুকনা বড়ই ও নগদ ৩৮ হাজার ৬শ’ ৪০ টাকা জব্দ করে র‌্যাব। 


র‌্যাব-৩’র সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারজানা হক জানায়, গ্রেপ্তারকৃত আব্দুল করিম একটি কুখ্যাত মাদক ব্যবসায়ী সিন্ডিকেটের মূলহোতা।

 

তারা দীর্ঘদিন যাবৎ স্বামী-স্ত্রীর বেশে এক জায়গা হতে অন্যত্র ভ্রমণ করার আড়ালে চক্রের অন্যান্য সহযোগীদের সাথে পরষ্পরের যোগসাজশে বিভিন্ন খাদ্যদ্রব্য ও গৃহস্থালীর প্রয়োজনীয় দ্রব্যাদির নামে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে বড় বড় মাদকের চালান নিয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ক্রয় বিক্রয় করে আসছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।