নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

২২ ডিসেম্বর ২০২৪

ফতুল্লায় ইয়াবা ও গাজাঁ সহ দুই যুবক গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:৫৯, ১৯ আগস্ট ২০২৩

ফতুল্লায় ইয়াবা ও গাজাঁ সহ দুই যুবক গ্রেপ্তার

ফতুল্লায় মাদক বিরোধী অভিযানে ইয়াবা ট্যাবলেট ও গাজাঁ সহ দুই যুবক কে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো ফতুল্লা মডেল থানার ধর্মগঞ্জ চটলার মাঠ এলাকার মৃত আব্দুল আজিজ সরদারের পুত্র মোঃ রুবেল (৩০) ও একই থানার মুসলিমনগর নয়াবাজার আমেনা মার্কেট সংলগ্ন জজ মিয়ার ভাড়াটিয়া মৃত হাসান আলীর পুত্র মোঃ সাইদুর (৩৫)।

 

শুক্রবার রাতে তাদের কে ফতুল্লার  পৃথক পৃথক  দুটি স্থানে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে। এ সময় পুলিশ গ্রেপ্তারকৃত রুবেলের নিকট থেকে আধা কেজি (৫০০ গ্রাম) গাঁজা ও সাইদুরের নিকট থেকে ১ শত পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।


জানা যায়, ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ নূরে আজম মিয়ার নির্দেশে মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে শুক্রবার রাত আটটার দিকে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক হারেস শিকদার ও সহকারী উপ-পরিদর্শক হাবিব সঙ্গীয় ফোর্স নিয়ে ধর্মগঞ্জ চতলার মাঠ এলাকায় অভিযান চালিয়ে আধা কেজি গাঁজা সহ রুবেল কে গ্রেপ্তার করে।

 

অপরদিকে একই সময়ে মুসলিম নগর আমেনা সুপার মার্কেট সংলগ্ন জজ মিয়ার মালিকানাধীন চতূর্থ তলার দ্ধিতীয় তলায় অভিযান চালিয়ে ১ শত পিছ ইয়াবা ট্যাবলেট সহ সাইদুর কে গ্রেপ্তার করে। 


গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধারের ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদক আইনে ফতুল্লা থানায় পৃথক পৃথক দুটি মামলা দায়ের করেছে।