নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

২২ নভেম্বর ২০২৪

সোনারগাঁয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৮:৫৬, ১৫ আগস্ট ২০২৩

সোনারগাঁয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

নারায়নগঞ্জের সোনারগাঁয়ে মঙ্গলবার দিনভর বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।

সোনারগাঁ উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, জাতীয় পার্টি, যুবলীগ, ছাত্রলীগ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এ সব কর্মসুচি পালন করেন।

সকালে সোনারগাঁ উপজেলা পরিষদ চত্ত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পৃথকভাবে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন- নারায়নগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সামসুল ইসলাম ভূঁইয়া, সাবেক সাংসদ ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল কায়সার, সোনারগাঁ উপজেলা মহিলা সংস্থার চেয়ারম্যান মিসেস ডালিয়া লিয়াকত, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, ১নং সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম, কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা কৃষিবিদ দীপক কুমার বনিক (দিপু), সদস্য মারুফুল ইসলাম ঝলক, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য আবু নাঈম ইকবাল, সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ান- উল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুম, সোনারগাঁ থানার ওসি মাহাবুব আলম সুমন, উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি বিল্লাল হোসেন বেপারীসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন নেতৃবৃন্দ।

এছাড়াও উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় মিলাদ মাহফিল, দোয়া ও খাবার বিতরণসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।