নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

২২ নভেম্বর ২০২৪

সিদ্ধিরগঞ্জে দুটি কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৮:৪৫, ৮ আগস্ট ২০২৩

সিদ্ধিরগঞ্জে দুটি কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা

সিদ্ধিরগঞ্জে অবৈধভাবে গ্যাস সংযোগ নিয়ে কারখানায় উৎপাদন পরিচালনা করায় কারখানার গ্যাস সংযোগ বিছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিষ্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড, নারায়ণগঞ্জ।

 

কারখানা দুটি হলো জমজম  ফ্যাশন ওয়াশিং ও ফেয়ার ইউনাইটেড ক্যামিকেল। এ সময় জব্দ করা হয় বিপুল পরিমাণ অবৈধ পাইপ, তিনটি ডায়ার, একটি কম্প্রেসার ও রাইজার। এছাড়া অবৈধভাবে গ্যাস সংযোগ ব্যবহারের অপরাধে কারখানা দুটিকে পঞ্চাশ হাজার টাকা করে এক লাখ টাকা জরিমানা করা হয়। 


মঙ্গলবার (৮ আগষ্ট) দুপুর থেকে বিকাল পর্যন্ত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সিনিয়র সহকারী কমিশনার আরাফাত মোহাম্মদ নোমান এর নেতৃত্বে মিজমিজি দক্ষিনপাড়া এলাকার এ অভিযান পরিচালিত হয়।


এ সময় উপস্থিত ছিলেন তিতাস জোন নারায়ণগঞ্জ শাখার ব্যবস্থাপক প্রকৌশলী মোস্তাক মাসুদ মো. ইমরান, উপ ব্যবস্থাপক শাহীনুজ্জামান, সহকারী প্রকৌশলী মো. গিয়াস উদ্দিন ও তিতাসের অন্যান্য কর্মর্তারাসহ সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের একটি দল।