নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

০৪ ডিসেম্বর ২০২৪

সিদ্ধিরগঞ্জে কেক কেটে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২৩:১০, ২৭ জুলাই ২০২৩

সিদ্ধিরগঞ্জে কেক কেটে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

সিদ্ধিরগঞ্জ থানা সেচ্ছাসেবক লীগের উদ্যোগে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ সময় কেক কেটে সজীব ওয়াজেদ জয়ের ৫৩তম জন্মদিন পালন নেতাকর্মীরা। সজীব ওয়াজেদ জয় একজন রাজনৈতিক ব্যক্তিত্ব।

 

তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা। বৃহস্পতিবার (২৭ জুলাই) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের মিজমিজি টিসি রোড এলাকায় আলহাজ্ব মজিবুর রহমানের  বাসভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।


সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদপ্রার্থী মো. আমিনুল হক রাজুর ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী হাজী জহিরুল ইসলাম জহিরের নেতৃত্বে প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতি, নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ আলহাজ্ব মজিবুর রহমান। 


এ সময় আরো উপস্থিত ছিলেন, আদমজী আঞ্চলিক শ্রমিকলীগের আহবায়ক আব্দুস সামাদ বেপারী, নাসিক ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব আনোয়ার ইসলাম, সিদ্ধিরগঞ্জ থানা সেচ্ছাসেবক লীগ নেতা খন্দকার মানিক, স্বেচ্ছাসেবকলীগ নেতা মো. ইলিয়াছ মোল্লা, আহমেদ আজিজ, মো. আরজু ভুইয়া, মহিলা যুবলীগ নেত্রী রুনা আজাদসহ নাসিকের ১ থেকে ১০ নং ওয়ার্ডের সেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


এসময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর রুহের আত্নার মাগফেরাত কামনা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ এ কে এম শামীম ওসমানের দীর্ঘায়ূ ও সুস্বাস্থ্য কামনায় দোয়া করেন নেতাকর্মীরা।