নানা আয়োজনে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে বন্দর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ। আয়োজনের মধ্যে উল্লেখ্য যোগ হলো, আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটার অনুষ্ঠান।
বৃহস্পতিবার (২৭ জুলাই) বন্দর চৌধুরী বাড়ী সমাজ কল্যান সংলগ্ন এলাকায় এ প্রতিষ্ঠাবাষির্কী পালন করা হয়।
বন্দর উপজেলা আওয়ামীস্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো: ফয়সাল কবির`র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাসিক ২৫ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেন আনু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বন্দর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আব্দুল আলী, বন্দর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উপ দপ্তর সম্পাদক শামীম সরকার।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বন্দর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি আরাফাত ইমরান, সাধারণ সম্পাদক ওয়াহিদ হাসান শুভ, ইকবাল সরকার, মো: অনিক, ইভা প্রধান, বন্দর মুছাপুর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সহিদুল হাসান শহিদ, সহ সভাপতি মো: আব্দুল্লাহ, বিশিষ্ট সমাজ সেবক ফরিদ মিয়া প্রমূখ।