নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

২৪ নভেম্বর ২০২৪

আড়াইহাজারে কৃষক দল সভাপতির ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর, চাঁদা দাবি 

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২৩:৩৮, ১৮ জুলাই ২০২৩

আড়াইহাজারে কৃষক দল সভাপতির ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর, চাঁদা দাবি 

আড়াইহাজারে হাইজাদী ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো. ওসমানের কাছে চাঁদা দাবি করেছে একদল চাঁদাবাজ।

 

চাঁদা না দেয়ায় ওসমানের ব্যবসায়ী প্রতিষ্ঠানে ভাংচুর ও তার ছেলে রাহাত হাসানকে মেরে ফেলার হুমকি দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

 

মঙ্গলবার (১৮ জুলাই) বিকেলে উপজেলার হাইজাদী ইউনিয়নের সিংহদী বাজার এ ঘটনা ঘটেছে। চাঁদাবাজরা ওসমানের লাকরী ও কাঠের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর করে।  


এব্যাপারে হাইজাদী ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো. ওসমান বলেন, হাইজাদী ইউনিয়নের মৃত সিরাজুলের ছেলে বিপ্লবের নেতৃত্বে দীর্ঘদিন যাবত আমার কাছ থেকে চাঁদা দাবি করে আসছে।

 

আমি বিএনপির রাজনীতির সাথে জড়িত বলে তারা বিভিন্ন সময় আমাকে হুমকি-ধমকি দেয় এবং চাঁদা দাবি করে। আর চাঁদা না দিলেই আমার প্রতিষ্ঠানে ভাঙচুর এবং আমার সন্তানকে মেরে ফেলার হুমকি দেয়।

 

আজকের সকালে তারা আমাদের আমার কাছে চাঁদা দাবি করেছিল। আমি চাপা না দেওয়ায় বিকেল বেলা তারা আমার বাজারে দোকানে ভাঙচুর চালায়।


তিনি আরও বলেন, ইতিমধ্যে আমি বিষয়টি থানা পুলিশকে অবহিত করেছি। আমি তাদের বিরুদ্ধে থানায় মামলা করব।


জানাগেছে, দীর্ঘদিন ধরেই হাইজাদী ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোঃ ওসমানের কাছে চাঁদা দাবি করে আসছে। মঙ্গলবার সকালেও বিপ্লব পিতা মৃত সিরাজুল সাং উদয়দী, রুবেল (ছোট) পাড়া মনোহরদী, রাজিব পিতা মোস্তফা সাং বড়ইকান্দি, আহাম্মদ পিতা নুর হাজী, সাং রাইনাদী, সুজন পিতা জাকারিয়া সাং নারান্দী, দেলোয়ার পিতা আক্কাস আলী, সান নারান্দী, মাওলানা শাহ আলম ওরফে লাদেন পিতা মৃত ফসির উদ্দিন সাং বল্লবদি, অজ্ঞাতনামা ৮ থেকে ১০ জন চাঁদাবাজ এসে চাঁদা দাবি করে। আচ্ছা তোর টাকা না পেয়ে বিকালে তার ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর চালায়।