ইউনিয়ন পরিষদের সহায়তা না পেয়ে পিলকুনি এলাকাবাসীর উদ্যোগে জলাবদ্ধতা নিরসনের কাজ শুরু হয়েছে। কুতুবপুর ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের পিলকুনি এলাকাবাসী দীর্ঘদিন ধরে জলাবদ্ধ হয়ে নানা ভোগান্তি পোহাচ্ছে।
জলাবদ্ধতা নিরসনে স্থানীয় জনপ্রতিনিধি কোন উদ্যোগ না নেয়ায় এলাকাবাসীর নিজ অর্থায়ানে জলাবদ্ধতা দূর করতে ড্রেন, কালবার্ড পরিস্কার করছে।
স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে পিলকুনি এলাকায় জলাবদ্ধতার সমস্যায় ভুগছে এলাকাবাসী। পয়ঃনিস্কাশনে ড্রনগুলো বন্ধ হয়ে থাকার কারণে মাসের পর মাস ধরে বিভিন্ন রাস্ত পানির নিচে তলিয়ে থাকে।
এরফলে স্থানীয়দের চলাচলে ভোগান্তি দেখা দেয়। চলাচলের রাস্তা তলিয়ে থাকার পাশাপাশি কালো, দূর্গন্ধ পানি বিভিন্ন বসতবাড়ীতেও প্রবেশ করেছে।
এলাকার জলাবদ্ধতা নিরসনে কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু কিংবা স্থানীয় মেম্বারের পক্ষ থেকে কোন উদ্যোগ না নেয়ায় এলাকাবাসী নিজ উদ্যোগে জলাবদ্ধতা নিরসনে কাজ শুরু করে। গত দু'দিন ধরে ড্রেন, খাল পরিস্কারের কাজ শুরু করে।