নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

২১ ডিসেম্বর ২০২৪

সোনারগাঁয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৪

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৯:১৫, ৩ জুলাই ২০২৩

সোনারগাঁয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৪

সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে ফসলী জমিতে (ইরি) ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ'র ঘটনায় ৪ জন আহত হয়েছেন।

 

শুক্রবার (৩০ জুন) দুপুরে ফুটবল খেলতে গেলে জোর পূর্ব খেলা বন্ধ করার কারনে ওই এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের ঘটনার পর মোঃ ওমর ফারুক বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

 

অভিযোগে তিনি উল্লেখ করেন, আমার ছেলে জমিতে ফুটবল খেলতে গেলে ১নং বিবাদী জামপুর ইউনিয়ন শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক ও  ভূমিদস্যু আউয়াল এর হুকুমে সকল বিবাদীরা ধারালো দা, রামদা, টেটা, লোহার রড, লাঠিসোটা ও দেশীয় অস্ত্র দিয়ে জামাল, হারুন অর-রশিদ, বকুল, মুকুল, সোলায়মান, বাবু, হদয় ও জিহাদসহ আরো ৪-৫ মিলে আমার ছেলেকে পিটিয়ে রক্তাক্ত জখম করে।


সোনারগাঁ থানার এস আই সুজন বিশ্বাস জানান, অভিযোগের পর ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে সত্যতা পেয়েছি। এবিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।