নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

১৩ মার্চ ২০২৫

সোনারগাঁয়ে ২৯৩ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১২:৩৯, ২৪ জুন ২০২৩

সোনারগাঁয়ে ২৯৩ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সোনারগাঁয়ে ২৯৩ বোতল ফেনসিডিলসহ মো. ফাহাদ (১৯) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৩।  গ্রেপ্তারকৃত মো. ফাহাদ কুমিল্লা জেলার সদর দক্ষিন থানার বাগলপুর গ্রামের মো. ফরিদ মিয়ার ছেলে। 

 

র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃত মো. ফাহাদ মাদক ব্যবসায়ী চক্রের মূলহোতা।  গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

 

সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ বিভিন্ন সীমান্ত এলাকা হতে প্রাইভেটকার যোগে অভিনব পদ্ধতিতে অবৈধ মাদক দ্রব্য গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল এর চালান নিজ হেফাজতে রেখে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।