নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

২১ নভেম্বর ২০২৪

কাঁচপুরে মহাসড়ক যানজটমুক্ত রাখতে অবৈধ দোকান পাট উচ্ছেদ 

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:৩৫, ২০ জুন ২০২৩

কাঁচপুরে মহাসড়ক যানজটমুক্ত রাখতে অবৈধ দোকান পাট উচ্ছেদ 

ঈদকে সামনে রেখে যানজটমুক্ত রাখতে নারায়ণগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর মোড়ে অবৈধ ভাবে গড়ে ওঠা অস্থায়ী দোকান পাট উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে হাইওয়ে পুলিশ। এসময় মহাসড়কের পাশে গড়ে উঠা ৩ শতাধিক অবৈধ দোকান পাট উচ্ছেদ করা হয়। 


উচ্ছেদ অভিযান পরিচালনা করেন কাঁচপুর হাইওয়ে থানার (টিআই) মো.ইব্রাহিম। মঙ্গলবার (২০ জুন) সকাল ১০টা থেকে বেলা দুপুর পর্যন্ত মহাসড়কের পাশে কাঁচপুর ডাম্পিং এলাকায় এ উচ্ছেদ অভিযান চলে।


কাঁচপুর হাইওয়ে থানার (টিআই) মোঃ ইব্রাহিম বলেন, হাইওয়ে পুলিশ গাজীপুর রিজিয়নের পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান নির্দেশে ‘যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে মহাসড়কের একাংশে অবৈধ স্থাপনা হিসেবে দোকানপাট গড়ে তুলেছিল একটি চক্র। 


সাধারন মানুষ রাস্তা দিয়ে সহজে যাতায়াত করতে পারে এবং কোন ধরনের হয়রানী স্বীকার না হয়ে ও ঈদ সামনে রেখে মহাসড়কে যানজট মুক্ত রাখতে অবৈধ স্থাপনা দোকানপাট উচ্ছেদ করা হয়েছে।