নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

০৩ জানুয়ারি ২০২৫

রূপগঞ্জে সাংবাদিকের ব্যবসা প্রতিষ্ঠানে আগুন  

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৮:৪৬, ১৭ জুন ২০২৩

রূপগঞ্জে সাংবাদিকের ব্যবসা প্রতিষ্ঠানে আগুন  

এশিয়ান টিভির রূপগঞ্জ ও পূর্বাচল প্রতিনিধি রিপন মিয়ার মালিকানাধীন গোয়ালপাড়া এলাকার ব্যবসায়ীক প্রতিষ্ঠানে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

 

খবর পেয়ে পূর্বাচল ফায়ার সার্ভিসের কর্মকর্তা আহসান হক কবিরের নেতৃত্বে দুটি ইউনিটের কর্মীরা এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে । 


অগ্নিকান্ডে লক্ষাধিক টাকার মালামাল ভস্মীভূত হয়েছে। শনিবার (১৭ জুন) দুপুরে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। 
সাংবাদিক রিপন জানান, ব্যবসায়ীক বিরোধের জের ধরে  প্রতিপক্ষের সন্ত্রাসীরা  তার মালিকানাধীন প্রতিষ্ঠানে আগুন দিয়েছে।  


রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এএফএম সায়েদ বলেন, ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে।   সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।