নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

২২ ডিসেম্বর ২০২৪

সিদ্ধিরগঞ্জে যুবকের আত্মহত্যা

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৭:২৪, ১২ জুন ২০২৩

সিদ্ধিরগঞ্জে যুবকের আত্মহত্যা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গলায় ফাঁস দিয়ে আব্দুল বাতেন (৪০) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছে। সোমবার (১২ জুন) ভোরে সিদ্ধিরগঞ্জের আশরাফ আলী ফিলিং স্টেশন সংলগ্ন টিনের বাসা থেকে তার মরদেহটি উদ্ধার করেছে পুলিশ। 


বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) হুমায়ুন কবির। নিহত যুবক সুনামগঞ্জ জেলার আব্দুল আজিজের ছেলে। তিনি (নাসিক) ৪ নং ওয়ার্ডস্থ আওলাবন এলাকায় বসবাস করতেন। 


এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, আত্মহত্যার খবর পাওয়া মাত্রই আমাদের থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছেন। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।