নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

২২ নভেম্বর ২০২৪

ক্যাপ রোমান হত্যা মামলার দুই আসামিকে রিমান্ড শেষে আদালতে প্রেরণ

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:৪৮, ৯ জুন ২০২৩

ক্যাপ রোমান হত্যা মামলার দুই আসামিকে রিমান্ড শেষে আদালতে প্রেরণ

বন্দরে অনিক সরদার বাহিনী সন্ত্রাসী হামলায় রোমান ওরফে ক্যাপ  রোমান হত্যা মামলার ২নং এজাহারভূক্ত আসামী  আরজুম ওরফে আরজু ওরফে নাজ্জুম (৩৫) ও ৯নং আসামী জুয়েল (৪৫)কে ১ দিনের রিমান্ড শেষে আদালতে প্রেরণ করেছে পুলিশ।

 

শুক্রবার (৯ জুন) দুপুরে জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে পুনরায় আদালতে প্রেরণ করা হয়। এর আগে গত বৃহস্পতিবার (৮ জুন) দুপুরে উল্লেখিত দুই আসামীকে জিজ্ঞাসাবাদের জন্য আধালত থেকে রিমান্ডে আনে পুলিশ। যার মামলা নং- ৪৮(৫)২৩ ধারা- ১৪৩/ ৩২৩/ ৩২৪/ ৩২৬/ ৩০৭/ ৩০২/ ১১৪/ ৫০৬/৩৪ পেনাল কোড-১৮৬০।

 

রিমান্ডপ্রাপ্ত আসামীরা হলো বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ঘারমোড়া এলাকার খাজা ওরফে রমজান মিয়ার ছেলে আরজুম ওরফে আরজু ওরফে নাজ্জুম ও একই এলাকার খাঁজা মিয়ার ছেলে জুয়েল।


বন্দর থানার অফিসার ইনর্চাজ আবু বকর সিদ্দিক জানান, ক্যাপ রোমান হত্যা মামলার প্রধান আসামী অনিক সরদারসহ  এ পর্যন্ত  ৬ জন  আসামীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। হত্যা মামলার ২নং আসামী নাজ্জুম ও ৯নং আসামী জুয়েলকে ১দিনের রিমান্ড শেষে শুক্রবার দুপুরে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

 

জিজ্ঞাসাবাদে রিমান্ডপ্রাপ্ত  আসামীরা গুরুত্বপূর্ন তথ্য প্রদান করেছে। মামলার তদন্ত স্বার্থে এ বিষয়ে আপনাদের কোন তথ্য দিতে পারছি না। বাকি আসামীদের গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান অব্যহত রয়েছে। 


উল্লেখ্য গত শুক্রবার (২৬ মে) রাতে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ঘারমোড়া বাজারস্থ মরহুম রশীদ সরদারের মার্কেটের সামনে পূর্ব শত্রুতার জের ধরে বন্দর থানার ১৯নং ওয়ার্ডের মদনগঞ্জ সৈয়াল বাড়ি ঘাট এলাকার আব্দুর রহিম ওরফে আদু মিয়ার ছেলে রোমান ওরফে ক্যাপ রোমানকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা পালিয়ে যায় ঘারমোড়া সরদার বাড়ি এলাকার মহিদ সরদারের সন্ত্রাসী ২ ছেলে অনিক সরদার ও সিফাত সরদার একই এলাকার খাজা মিয়ার ছেলে আরজুম ওরফে আরজু ওরফে নাজ্জুম একই এলাকার আকবর হোসেন মিয়ার ছেলে অন্তর বুরুন্দী এলাকার শাহাবুল্লাহ বেপারী ছেলে সন্ত্রাসী সবুজ ও একই এলাকার মিজানুর মিয়ার ছেলে দিদার মদনগঞ্জ টিক্কারমোড় এলাকার উজ্জল, মদনগঞ্জ চারতলা এলাকার দয়াল ঘারমোড়া এলাকার খাজা মিয়ার ছেলে জুয়েল কলাগাছিয়া এলাকার শাহিন মিয়ার ছেলে রাসেল একই এলাকার আউয়াল মিয়ার ছেলে কাউছার চর-ধলেশ^রী এলাকার মৃত আনিছ মিয়ার ছেলে পারভেজ একই এলাকার মৃত আব্দুল ডাকাতের ছেলে ইসলাম ঘারমোড়া এলাকার শাহজাহান মিয়ার ছেলে জিসান ও দক্ষিন ঘারমোড়া এলাকার দেলোয়ার হোসেন দেলু মিয়ার ছেলে মহিনসহ অজ্ঞাত নামা ৬/৭ সন্ত্রাসী।


এ ঘটনায় বন্দর থানা পুলিশ হত্যাকান্ডের ঘটনার ওই রাতেই ঘারমোড়া এলাকাসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সন্ত্রাসী অনিক সরদার, অন্তর, সবুজ ও মুরাদকে গ্রেপ্তার করে শনিবার (২৭ মে) দুপুরে ৭ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে প্রেরণ করলে বিজ্ঞ আদালত গত শুক্রবার (২ জুন) ১ দিনের রিমান্ড মঞ্জুর করে।

 

এ ছাড়াও গত বুধবার (৩১ মে) রাতে বন্দর থানা পুলিশ ঘারমোড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে রোমান হত্যা মামলার ২নং এজাহারভূক্ত আসামী আরজুম ওরফে আরজু ওরফে নাজ্জুম  ও গত রোববার (৪ জুন) রাতে ঘারমোড়া এলাকায় অভিযান চালিয়ে ৯নং এজাহারভূক্ত আসামী জুয়েলকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পরে মামলার তদন্তকারি কর্মকর্তা আরিফ হাওলাদার গ্রেপ্তারকৃতদের ৭ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে প্রেরণ করে।