সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে ধর্ষক সুমন (৩৫) কে গ্রেপ্তার করেছে র্যাব-৩। বুধবার (২৬ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৩ এর অধিনায়ক লেঃ কর্ণেল আরিফ মহিউদ্দিন আহমেদ, পিপিএম (সেবা), বিজিবিএম, পিবিজিএম, পিএসসি।
অধিনায়ক জানান, গ্রেপ্তারকৃত সুমন ডেমরা থানার কিশোরী ধর্ষণ মামলার পলাতক আসামি। সুনির্দিষ্ট অভিযোগ ও গোয়েন্দা তথ্যর ভিত্তিতে মঙ্গলবার রাতে র্যাব-৩ সিদ্ধিরগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে তার কৃতকর্মের বিষয়টি স্বীকার করে।
তিনি আরও জানান, ভুক্তভোগী কিশোরীকে বিভিন্ন রকম প্রলোভন দেখিয়ে নিজ বাড়িতে নিয়ে এসে পানির সাথে ঘুমের ঔষুধ মিশিয়ে অচেতন করে ধর্ষণ করে সুমন।
পরবর্তীতে কিশোরীর পিতা বিষয়টি জানতে পারলে ভিকটিমকে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। সেখানে কর্তব্যরত ডাক্তার ভিকটিমকে ধর্ষন করা হয়েছে বলে জানান।
এরপর সুমনের বিরুদ্ধে কিশোরীর পিতা বাদী হয়ে মামলা করে এবং মামলার পর আসামি পলাতক জীবনযাপন করে নিজেকে আত্নগোপনে করে। এক পর্যায়ে র্যাবের হাতে গ্রেপ্তার হয়। গ্রেপ্তারকৃত সুমনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে।