নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

২৩ নভেম্বর ২০২৪

মুল্য তালিকা না থাকায় ভোক্তা অধিদপ্তরের জরিমানা

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৫:২০, ২৫ মার্চ ২০২৩

মুল্য তালিকা না থাকায় ভোক্তা অধিদপ্তরের জরিমানা

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নারায়ণগঞ্জ কার্যালয়ের অভিযানে একটি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা আরোপ এবং আদায় করা হয়েছে। 


শনিবার (২৫ মার্চ) দুপুরে নারায়নগঞ্জ সদর উপজেলার চাড়ার গোপ এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নারায়ণগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান। অভিযানে ক্যাব এর প্রতিনিধি ও জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।


সেলিমুজ্জামান জানান, বাজার পরিদর্শন কালে নারায়গঞ্জ শহরের চারার গোপ এলাকায় মেসার্স  মালেক বানিজ্যালয়কে মুল্য তালিকা না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারায় ৫০০০ হাজার টাকা জরিমানা আরোপ এবং আদায় করা হয়েছে। এবং কয়েকটি দোকানকে সতর্ক করা হয়। 


তিনি আরো জানান, পবিত্র রমজান মাসে কেউ বাজার সিন্ডিকেট করে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি করলে এবং অবৈধ ভাবে মজুদ করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।