নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

১৬ ডিসেম্বর ২০২৪

ফতুল্লায় স্ত্রীর পর মারা গেলেন স্বামী

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:১১, ২ মার্চ ২০২৩

ফতুল্লায় স্ত্রীর পর মারা গেলেন স্বামী

ফতুল্লা এলাকায় গ্যাস লিকেজ থেকে বাসাবাড়িতে বিস্ফোরণে আগুনের ঘটনায় স্ত্রীর পর স্বামী আল-আমিন সিকদার (৩০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার (১ মার্চ) বিকাল সাড়ে পাঁচটায় তার মৃত্যু হয়।

 

বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন এসএম আইউব হোসেন ও নিহতের চাচাতো ভাই রাসেল।

এর আগে সোমবার (২৭ ফেব্রুয়ারি) ভোর ৫টা ৫০ মিনিটে আল-আমিন সিকদারের স্ত্রী মেট্রো গার্মেন্টসের শ্রমিক সুখী আক্তার (২৫) চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

 

গত রবিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে ফতুল্লার শিবু মার্কেট কাঠেরপুল এলাকার একটি বাসায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে সুখী আক্তারের শরীরের ৯৮ শতাংশ দগ্ধ হয়। সুখী ছাড়াও দগ্ধ হন তার স্বামী মো. আল-আমিন (৩০)। এ ছাড়া আলেয়া বেগম (৬৫), তার ছেলে জামাল উদ্দিন (৪৫) ও রাজমিস্ত্রি রফিক (৩৫) সামান্য দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।