নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক শীতলক্ষা পত্রিকার সাংবাদিক সাইফুল ইসলামকে রাস্তা থেকে তুলে নিয়ে মারধর করে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে ম্যানি ব্যাগে থাকা নগদ ৭ হাজার ৫’শ টাকা, ১টি মোবাইল সেট ও ১টি হাতঘড়ি ও বিকাশের মাদ্যমে ২২ হাজার টাকা ছিনিয়ের নেওয়ার ঘটনায় জড়িত থাকার অপরাধে ৪ চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে বন্দর ফাঁড়ী পুলিশ। ওই সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে গেছে আরো ৩ চাঁদাবাজ।
পরে পুলিশ গ্রেপ্তারকৃত ৪ চাঁদাবাজদের কাছ থেকে ছিনতাই হওয়া হাতঘড়ি, মোবাইল সেট ও নগদ ২ হাজার টাকা উদ্ধার করতে সক্ষম হয়। গত রোববার (২৯ জানুয়ারী) রাত সোয়া ১০টা বন্দর বন্দর থানার কবিলের মোড় নামক এলাকায় এ ঘটনাটি ঘটে ।
গ্রেপ্তারকৃত চাঁদাবাজরা হলো নারায়ণগঞ্জ সদর মডেল থানার এম সার্কাসস্থ শাহী মসজিদ এলাকার মৃত জালাল মিয়ার ছেলে রফিকুল ইসলাম সানি (৩২) একই এলাকার শহীদুল ইসলাম মিয়ার ছেলে সোয়াদ (২১) সিদ্ধিরগঞ্জ থানার পাঠানটুলী এলাকার মৃত ওহিদুল্লাহ মিয়ার ছেলে রোমান (৩০) ও বন্দর থানার নবীগঞ্জ ইসলামবাগ এলাকার মোক্তার হোসেন মিয়ার ছেলে লাবীব (১৮)।
ওই সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায় বন্দর ডিলারবাড়ী এলাকার সিয়াম (১৯) ও সিদ্ধিরগঞ্জ থানার গোদনাইল এলাকার অপর চাঁদাবাজ সালাউদ্দিন (২৩)। এ ব্যাপারে ভ’ক্তভোগী সাংবাদিক সাইফুল ইসলাম বাদী হয়ে সোমবার (৩০ জানুয়ারী) দুপুরে গ্রেপ্তারকৃত ৪ চাঁদাঁবাজসহ ৭ জনের নাম উল্লেখ্য করে বন্দর থানায় এ মামলা দায়ের করেন। যার মামলা নং- ৪২(১)২৩ ধারা- ১৪৩/ ৩৪২/৩৪৬/৩৭৯/ ৩২৩ পেনাল কোড ১৮৬০।
পুলিশ গ্রেপ্তারকৃত ৪ চাঁদাবাজকে উল্লেখিত মামলায় সোমবার দুপুরে তাদেরকে আদালতে প্রেরণ করেছে। মামলার তথ্য সূত্রে জানা গেছে, ফতুল্লা থানার পশ্চিম লামাপাড়া এলাকার আলহাজ¦ আব্দুল ওহাব মিয়ার ছেলে সাংবাদিক মো: সাইফুল ইসলাম গত রোববার তার বোন জামাই জুয়েল এর বাড়িতে বেড়াতে যাওয়ার পথে রাত ১০টা ১৫ মিনিটে নবীগঞ্জ মাছ বাজারের সামনে আসলে ওই সময় চাঁদাবাজ রফিকুল ইসলাম সানি, রোমান, সোয়াদ ও লাবীবসহ উল্লেখিত চাঁদাবাজরা উক্ত সাংবাদিকের উপর অতির্কিত হামলা চালিয়ে তাকে বেদম মারধর করে জখম করে। পরে উল্লেখিতরা ভূক্তভোগী সাংবাদিকে বিভিন্ন ভয় দেখিয়ে অটো ইজিবাইক যোগে কদম রসুল দরগা শরীফের সামনে নিয়ে আটক রাখে।
পরে চাঁদাবাজরা আমার সাথে থাকা নগদ ৭ হাজার ৫’শ টাকা, ১টি ১৫ হাজার টাকা মূল্যের মোবাইল সেটও ১টি সাড়ে ৩ হাজার টাকা মুল্যে হাতঘড়ি ছিনিয়ে নেয়। এ ছাড়াও চাঁদাবাজরা সাংবাদিককে আটক রেখে তার ব্যবহারকৃত ০১৭১২-৭৪৩৬৯৮ থেকে তার স্ত্রী ব্যবহারকৃত ০১৭৭২-৩৭৩৪৩৮ নাম্বার মোবাইল ফোনে কল করে ৫০ হাজার টাকা দাবি করে।
ওই সময় সাংবাদিকের স্ত্রী তার স্বামীকে বাঁচানোর জন্য তার বন্ধু দিপুর বিকাশ নাম্বর ০১৭৭৭-১৯৯৭৭৯ হইতে ১০ হাজার টাকা এবং অন্য আরো একটি দোকান থেকে বিকাশ নাম্বার ০১৮২২-০৬৮৬০৬ নাম্বার থেকে ৫ হাজার টাকা এবং সাংবাদিক সাইফুল ইসলামকেকে মারপিট করে জোর পূর্বক পিনকোড আদায় করে চাঁদাবাজ রফিকুল ইসলাম সানি ০১৯১২-০৫০১৪৩ নাম্বার বিকাশে আরো ৯ হাজার ৫’শ টাকা সেন্ড করে নিয়ে যাওয়াসহ সর্বমোট ২২ হাজার টাকা চাঁদা আদায় করে নেয়।
ওই সময় ভ’ক্তভোগী সাংবাদিক সাইফুল ইসলাম বন্দর ফাঁড়ী টহলরত পুলিশ দেখে চিৎকার করলে ওই সময় টহলরত পুলিশ ধাওয়া করে রফিকুল ইসলাম রনি ও লাবীবসহ ৪ চাঁদাবাজকে গ্রেপ্তার করে। ওই সময় পুলিশ গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ১টি হাতঘড়ি, ১টি মোবাইলসেট ও নগদ ২ হাজার টাকা উদ্ধার করে।
এ ব্যাপারে বন্দর থানার অফিসার ইনর্চাজ আবু বকর ছিদ্দিক জানান, সাংবাদিকে মারধর করে টাকা পয়সা,মোবাইলসেট হাতঘড়ি ছিনিয়ে নেওয়ার ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামীদের গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান অব্যহত রয়েছে।