নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

২২ নভেম্বর ২০২৪

রূপগঞ্জে মাদ্রাসা পরিচালকের নিঃশর্ত মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০১:৩৬, ২ জানুয়ারি ২০২৩

রূপগঞ্জে মাদ্রাসা পরিচালকের নিঃশর্ত মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

রূপগঞ্জ উপজেলার পূর্বাচল মারকাযুস সুনান মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক শায়খ মুফতি শফিক বিন তাজুল ইসলামের নিঃশর্ত মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি করা হয়েছে। 


রবিবার (১ জানুয়ারি) পূর্বাচল মারকাযুস সুনান মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী পূর্বাচল উপশহরের ২০ নং সেক্টরে এ মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধন পূর্বক সভায় সভাপতিত্ব করেন পূর্বাচল মারকাযুস সুনান মাদ্রাসার সহকারী অধ্যক্ষ শায়খ মুফতি আমিনুল ইসলাম। 


সভায় বক্তব্য রাখেন ওয়াজিদুল ইসলাম, অভিভাবকগণের পক্ষ থেকে হাসানুল কারিম, অত্র মাদ্রাসার শিক্ষক মুফতি হায়দার, এলাকাবাসীর পক্ষ থেকে আব্দুল্লাসহ আরো অনেকে। 


পরে তারা মাদ্রসার প্রতিষ্ঠাতা পরিচালক শায়খ মুফতি শফিক বিন তাজুল ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল নিয়ে স্থানীয় সড়ক প্রদক্ষিণ করে ।


উল্লেখ্য, ২০২২ সালের ১৩ জানুয়ারি  রাতে মাদ্রাসার বিশেষ কাজে  ঢাকার মোহাম্মদপুর থেকে পূর্বাচলে ফিরার পথে ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে।