নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দুইশ দুইটি চ্রোাই মোবাইলসহ চোরচক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-৩। গ্রেপ্তারকৃতরা হলো- মো. জাহিদ হাসান পারভেজ (৩৯), মো. সবুজ গাজী (৩৬), মো. নবীর হোসেন (৩৫) ও মো. জাহাঙ্গীর আলম খান (৩৫)।
চোরাই মোবাইল ছাড়াও ৪৯৮ টি ব্যাটারী এবং নগদ সতের হাজার পাঁচশত বিশ টাকা জব্দ করে র্যাব। রবিবার (১ জানুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৩ এর অধিনায়ক লেঃ কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ, বিজিবিএম, পিবিজিএম, পিএসসি।
অধিনায়ক জানান, গ্রেপ্তারকৃতরা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে নারায়ণগঞ্জ ও রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে চোরাই এবং ছিনতাইকৃত মোবাইল ক্রয়-বিক্রয় করে আসছে।
শনিবার বিকেলে কাচপুর এলাকায় অভিযান চালিয়ে ওই চোরাই মোবাইল, ব্যাটারি ও নগদ টাকাসহ তাদের গ্রেপ্তার করা হয়েছে। এরা সংঘবদ্ধ মোবাইল চোরচক্রের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে সোনারগাঁও থানার আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।