নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

২৯ এপ্রিল ২০২৫

বন্দরে নিষিদ্ধ পলিথিন ব্যবসা জমজমাট

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০৪:৩৬, ২১ নভেম্বর ২০২২

বন্দরে নিষিদ্ধ পলিথিন ব্যবসা জমজমাট

বন্দর উজেলার বিভিন্ন হাট বাজারে  নিষিদ্ধ পলিথিন ব্যবসা বেশ জমে উঠেছে। পলিথিন ব্যবসায়ী থেকে শুরু করে ব্যবহারকারী পর্যন্ত সরকার কর্তৃক নিষিদ্ধ পলিথিন যেখানে যেখানে ফেলে দিয়ে নানা সম্যসা সৃষ্টিসহ জনস্বাস্থ্য হুমকির দিকে ঠেলে দিচ্ছে। 

 

 সরজমিমন ঘুরে দেখা গেছে, সোনাকান্দা হাট, নবীগঞ্জ বুধবাড়িয়া হাট, সোমবাড়িয়া হাটসহ বন্দরে বিভিন্ন বাজারে নিষিদ্ধ পলিথিন বিক্রি ব্যাপক ভাবে বৃদ্ধি পেয়েছে।  এক শ্রেণী অসাধু ব্যবসায়ীরা পুলিশের চোখ ফাঁকি দিয়ে  সরকার নিষিদ্ধ পলিথিন দেদারসে বিক্রি করে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে উঠেছে।

 

খুচরা ব্যবসায়ীরা হাট থেকে পলিথিন ক্রয় করে বিভিন্ন পাড়া মহল্লার দোকান গুলোতে পলিথিনের মাধ্যমে বিভিন্ন সদাই বিক্রি করে আসছে। ভূক্তভোগি ক্রেতা সাধারন এই পলিথিন যেখানে সেখানে ফেলে দিয়ে পরিবেশ মারাত্মক ভাবে ক্ষতিসাধন করে চলছে।

 

পরিবেশ অধিদপ্তর ও স্থানীয় প্রশাসনের নজরদারির অভাবে কারনে দিন দিন নিষিদ্ধ পলিথিনের ব্যবহার বহু অংশে বৃদ্ধি পেয়েছে। পলিথিন ব্যবহার বন্ধের জন্য বন্দরে ভ্রাম্যমান আদালতের হস্তক্ষেপ কামনা করেছে পরিবেশবাদীরা।
 

সম্পর্কিত বিষয়: