নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নির্বাচিত হয়েছেন সিদ্ধিরগঞ্জ থানার এএসআই মো. আব্দুর রাজ্জাক।
গ্রেপ্তারী পরোয়ানা তামিলসহ দক্ষতার সাথে দায়িত্ব পালনের জন্য মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় মো. আব্দুর রাজ্জাককে শ্রেষ্ঠ নির্বাচিত করে সম্মমনা পদক তুলে দেন পুলিশ সুপার মো. গোলাম মোস্তফা রাসেল পিপিএম বার।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জায়েদ পারভেজ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আমির খসরু, অতিরিক্ত পুলিশ সুপার খ অঞ্চল বিল্লাল হোসেন ও সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মশিউর রহমান পিপিএমবারসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ।