নারায়ণগঞ্জের বন্দরে জাল টাকা ক্রয়-বিক্রয়কারী প্রতারক চক্রের মূলহোতা ও তার সহযোগীকে গ্রেপ্তার করেছে র্যাব-৩।
গ্রেপ্তারকৃতরা হলো- জাল টাকা ক্রয়-বিক্রয়কারী প্রতারক চক্রের মূলহোতা বন্দর থানার কাজীবাড়ী এলাকার মোঃ আলী আক্কাসের ছেলে মো. সিয়াম ও তার সহযোগী একই এলাকার রাজ কুমারের ছেলে বিজয় কুমার।
এ সময় তাদের কাছ থেকে একানব্বই হাজার টাকার জালনোট ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। মঙ্গলবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৩ এর অধিনায়ক লেঃ কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ, বিজিবিএম, পিবিজিএম, পিএসসি। এরআগে সোমবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে বন্দর থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
অধিনায়ক জানান, গ্রেপ্তারকৃতরা ধীর্ঘদিন যাবৎ নারায়ণগঞ্জসহ রাজধানীর বিভিন্ন এলাকায় জাল টাকা ক্রয়-বিক্রয় করে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছে। তারা তাদের কৃতকর্মের বিষয়টি স্বীকার করেছে। তাদেও বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।