নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

২৩ নভেম্বর ২০২৪

ফতুল্লায় বন্ধ হয়নি রাজন-মোহনের জুয়ার আসর

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০৪:১৮, ৫ নভেম্বর ২০২২

ফতুল্লায় বন্ধ হয়নি রাজন-মোহনের জুয়ার আসর

প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সহোদর দুই ভাই রাজন-মোহন ফতুল্লার শাহজাহান রোলিং মিল বাইতুন নাজাত জামে মসজিদ সংলগ্ন একটি ঘরে নির্বিঘ্নে চালাচ্ছে জমজমাট জুয়ার আসর। এই জুয়ার আসর নিয়ন্ত্রণ করছেন শাজাহান রোলিং মিলস এলাকার মৃত আলী আক্কাসের  দুই ছেলে  মোহন ও রাজন। 


জানা যায়,  মোহন ও রাজন  সরকার দলীয় সাইনবোর্ড ব্যবহার করে প্রকাশ্যেই জুয়ার বোর্ড পরিচালনা করছে। এতে করে এলাকায় চুরি, ছিনতাই, ডাকাতি সহ বিভিন্ন অপকর্ম বেড়ে চলছে। 


এসব আসরে প্রতি রাতে উড়ছে লাখ লাখ টাকা। শাজাহান রোলিং মিলস বাইতুন নাজাত মসজিদের পাশেই এলাকার স্থানীয় প্রভাবশালী সন্ত্রাসীরা এসব জুয়ার আসরের নিয়ন্ত্রক হয়ে উঠেছেন। 


এদিকে মসজিদে নামাজ পড়তে আসা মুসল্লীদের যাওয়া-আসার ও ব্যাঘাত ঘটাচ্ছে জুয়ায় আশা লোকজনে জন্য। এলাকার লোকজন জুয়ার আসর বন্ধের  জন্য  মোহন-রাজনকে একাধিকবার নিষেধ ও বাধা দেওয়ার চেষ্টা করলেও তারা বিভিন্ন ধরনের হুমকি-ধামকি প্রদান করছে।

 
মোহন-রাজনের জুয়ার আসরে পুলিশ একাধিকবার অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জামমসহ জুয়াড়ী গ্রেফতার হলেও বন্ধ হয়নি তাদের জুয়ার আসর।