বন্দরে হাজীপুর বড় জামে মসজিদ ও পঞ্চায়েত কমিটি গঠন নিয়ে দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করার খবর পাওয়া গেছে। এলাকাবাসী জানিয়েছে মসজিদ কমিটির সভাপতি জনৈক বাবুল মিয়া হঠাৎ সভাপতি পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলে উল্লেখিত এলাকায় পঞ্চায়েত ও মসজিদ কমিটি গঠন নিয়ে এ উত্তেজনা দেখা দেয়।
তথ্য সূত্রে জানা জানা গেছে, হাজীপুর বড় জামে মসজিদ কমিটির সভাপতি বাবুল মিয়া র্দীঘ ৭ বছর ধরে উল্লেখিত মসজিদে সভাপতি দায়িত্ব পালন করে আসছে।
গত শুক্রবার স্থানীয় মেম্বার মাহাবুবের কুপরামর্শে মসজিদ কমিটির সভাপতি জনৈক বাবুল মিয়া পঞ্চায়েত কমিটির কতিপয় কিছু অসাধু ব্যাক্তিকে খুশি করার জন্য মসজিদ কমিটির সাথে কোন প্রকার আলোচনা ছাড়াই হঠাৎ করে তিনি মসজিদে দাঁড়িয়ে ব্যাক্তিগত সমস্যা কথা জানিয়ে সভাপতি পদ থেকে পদত্যাগ করে।
তার পদত্যাগের পর থেকে হাজীপুর বড় জামে মসজিদ ও স্থানীয় পাঞ্চায়েত কমিটি গঠন নিয়ে দুই পক্ষের মধ্য মত বিরোধ দেখা দেয়। এ নিয়ে চলে উত্তেজনা।
এ ঘটনার সংবাদ পেয়ে সংঘর্ষ এড়াতে বন্দর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে উভয় পক্ষকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য নির্দেশ প্রদান করে ঘটনাস্থল ত্যাগ করে।
এ ব্যাপারে হাজীপুর এলাকার পঞ্চায়েত কমিটির সভাপতি ও সাবেক মেম্বার সহিদ মিয়া জানান, আমি দীর্ঘ দিন ধরে হাজীপুর পঞ্চায়েত কমিটির সভাপতি পদে দায়িত্ব পালন করে আসছি।
আমি শুনেছি গত শুক্রবারে হাজীপুর বড় জামে মসজিদ কমিটির সভাপতি বাবুল মিয়া মসজিদ কমিটির লোকজনদের সাথে কোন প্রকার আলাপ আলোচনা না করে মসজিদ কমিটির সভাপতি পদ থেকে স্বেচ্ছায় পদ ত্যাগ করে।
স্থানীয় মেম্বার প্ররোচনায় বাবুল মিয়া মসজিদ কমিটি থেকে পদত্যাগ করার কারনে হাজীপুর এলাকার একটি কুচক্রি মহল বৃহত্তম পাঞ্চায়েত কমিটি গঠন করার পাঁয়তারা করে আসছে। আমি পরিস্কার ভাষায় বলতে চাই আমি বর্তমান পঞ্চায়েত কমিটির সভাপতি।
আমাকে না জানিয়ে হাজীপুর পঞ্চায়েত কমিটি গঠন করায় এলাকায় চরম উত্তেজনা দেখা দেয়। এলাকাবাসী জানিয়েছে, মসজিদ ও পঞ্চায়েত কমিটি গঠন নিয়ে যে কোন মুহুর্তে দুই পক্ষের লোকজনরা সংঘর্ষে জড়িয়ে জান মালের ব্যাপক ক্ষতি সাধনের আশংকা প্রকাশ করছে।
এ অবস্থা থেকে রেহাই পাওয়ার জন্য হাজীপুর এলাকার শান্তিপ্রিয় সাধারন জনগন বন্দর উপজেলার সুযোগ্য নির্বাহী কর্মকর্তা বি.এম কুদরত এ খুদা ও বন্দর থানার সুযোগ্য অফিসার ইনর্চাজ দীপক চন্দ্র সাহা জরুরী হস্তক্ষেপ কামনা করেছে স্থানীয় এলাকাবাসী।