সিদ্ধিরগঞ্জ আদমজী আঞ্চলিক শ্রমিক লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী ও ২১শে আগষ্ট গ্রেনেড হামলায় নিহতদের স্বরণে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ আগস্ট) দুপুরে সিদ্ধিরগঞ্জের নাসিক ৫নং ওয়ার্ড সাইলোরোড এলাকায় এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এসময় দোয়া ও মোনাজাতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ৭৫’র ১৫ আগষ্টে শাহাদাৎ বরণকারী ও ২১শে আগষ্ট গ্রেনেড হামলায় নিহত সকলের বিদেহী আত্নার মাগফেরাত কামনায় দোয়া করা হয়। দোয়া শেষে সকলের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।
সিদ্ধিরগঞ্জ আদমজী আঞ্চলিক শ্রমিক লীগের সভাপতি হাজী আব্দুস সামাদ বেপারীর সভাপতিত্বে এবং আঞ্চলিক শ্রমিক লীগের সিনিয়র সহ-সভাপতি ও নাসিক ৫নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিং এর সভাপতি আলহাজ্ব কবির হোসেনের সঞ্চালনায় দোয়া মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের প্রচার সম্পাদক তাজিম বাবু, সিদ্ধিরগঞ্জ থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক ও নাসিক ৫নং ওয়ার্ড পঞ্চায়েত কমিটির সভাপতি আলহাজ্ব আনিসুর রহমান, সাবেক সিদ্ধিরগঞ্জ থানা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আমিনুল হক ভুঁইয়া রাজু, আদমজী আঞ্চলিক শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ সালাউদ্দিন, যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন দুলাল, মোঃ ফারুক হোসেন, মো: রেজাউল করিম, মো: মোর্শেদ আলী দয়াল ও ফজলু মিয়া, ছাত্রলীগ নেতা আব্দুল মজিদ, যুবলীগ নেতা মো: ফারুক।
এছাড়া আরও উপস্থিত ছিলেন, নাসিক ১ নং ওয়ার্ড শ্রমিক লীগের সভাপতি মো: বারেক সাধারণ সম্পাদক মো: আমজাদ, ২ নং ওয়ার্ড শ্রমিক লীগের সভাপতি মো: কামরুল সম্পাদক হৃদয়, ৩ নং ওয়ার্ড শ্রমিক লীগের সভাপতি মো: সেলিম খাঁন সম্পাদক মো: জুলহাস উদ্দিন লিটন, ৪ নং ওয়ার্ড শ্রমিক লীগের সভাপতি মিজানুর রহমান টিটু সম্পাদক ডা. আমান উল্লাহ, ৫ নং ওয়ার্ড শ্রমিক লীগের সভাপতি কাউসার আহম্মেদ আলম চাঁন সম্পাদক মামুনুর রশিদ তুহিন, ৬ নং ওয়ার্ড শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি আ: মোতালিব সম্পাদক হুমায়ন কবির, ৭ নং ওয়ার্ড শ্রমিক লীগের সভাপতি মো: ফারুক সম্পাদক রাসেল খাঁন, ৮ নং ওয়ার্ড শ্রমিক লীগের সভাপতি মো: মহিউদ্দিন সম্পাদক জাকির, ৯ নং ওয়ার্ড শ্রমিক লীগের সভাপতি আ: মালেক সম্পাদক মো: আক্তার হোসেন, ১০ নং ওয়ার্ড শ্রমিক লীগের সভাপতি মো: জাকির সম্পাদক মো: রবিন হোসেন ও আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।