নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

০৫ ডিসেম্বর ২০২৪

বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবকে উৎসর্গ করে তথ্যআপার উঠান বৈঠক

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০১:৩৮, ২৪ আগস্ট ২০২২

বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবকে উৎসর্গ করে তথ্যআপার উঠান বৈঠক

তথ্যআপাঃ ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়) এর তাওতায় গ্রামীণ অসহায়,দরিদ্র, সুবিধা বঞ্চিত কিংবা কম সুবিধাপ্রাপ্ত নারীর তথ্যে প্রবেশাধিকার এবং তাদের তথ্য প্রযুক্তি ভিত্তিক সেবা প্রদানের লক্ষ্যে আড়াইহাজার উপজেলায় অবস্থিত তথ্যকেন্দ্রের মাধ্যমে ফতেপুর ইউনিয়নের সুলতানসাদী গ্রামের ৯ নং ওয়ার্ডে স্বাস্থ্যবিধি মেনে  উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।


বৈঠকে উপস্থিত ছিলেন- লায়লা আরজুমান নারায়ণগঞ্জ  জেলা কর্মকর্তা জাতীয় মহিলা সংস্থা, আড়াইহাজার উপজেলা  তথ্যসেবা কর্মকর্তা  তাছলিমা আক্তার, তথ্যসেবা সহকারী রাহিমা আক্তার, জেলা জাতীয় মহিলা সংস্থার কম্পিউটার অপারেটর সাবিনা আক্তার, নারী নেত্রী রিতা আক্তার সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।


বৈঠকে জাতীয় মহিলা সংস্থার জেলা কর্মকর্তা নারীদের উন্নয়নে বঙ্গমাতার জীবনাদর্শ তুলে ধরেন এবং বিভিন্ন বিষয়ে উৎসাহমূলক বক্তব্য প্রদান করেন। 


তথ্যসেবা কর্মকর্তা  তাছলিমা আক্তার নারীদের মধ্যে বঙ্গমাতার জীবনচিত্র তুলে ধরেন এবং নারী শিক্ষার গুরুত্ব, প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান বৃদ্ধি, লাল সবুজ ডট কম এর মাধ্যমে ব্যবসায়ে অংশগ্রহণ, জেন্ডার সমতায়ন,আইন, বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধে করণীয়, কৃষি কাজে নারীর অংশ গ্রহণে উৎসাহ প্রদান, নারীর স্বাস্থ্য ও পুষ্টি, কোভিড-১৯ ভ্যাকসিন তথ্য, ভাতা/ প্রশিক্ষণ ও চাকরি আবেদন বিষয়ক তথ্য,জরুরী প্রয়োজনে হেল্প লাইন নম্বর পরিচিতি সহ সরকারি সকল সেবার তথ্য তুলে ধরে বক্তব্য প্রদান করেন।

 

এছাড়াও তথ্যসেবা কর্মকর্তা বিনামূল্যে সেবা নিতে সকলকে তথ্যকেন্দ্রে আসতে উৎসাহিত করেন। বৈঠকে অংগ্রহণকারীদের মধ্যে ছিলো ব্যাপক উৎসাহ এবং তারা এমন আয়েজনে খুবই সন্তুষ্টি প্রকাশ করেন।


আয়োজনে সার্বিক সহযোগিতা করেন উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হাছিনা বেগম, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আবু তালিব মোল্লা, ওয়ার্ড মেম্বার মো. সিরাজুল ইসলাম।