নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

২৭ এপ্রিল ২০২৫

বকেয়া বেতনের দাবিতে বন্দরে বিআইএমটি কর্মচারীদের বিক্ষোভ

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০১:৪৪, ২২ আগস্ট ২০২২

বকেয়া বেতনের দাবিতে বন্দরে বিআইএমটি কর্মচারীদের বিক্ষোভ

বন্দরে ৩ মাসের বকয়ো বেতনের দাবিতে বিক্ষোভ করেছে বাংলাদেশ ইনস্টিটিউট অব মেরিন টেকনোজলী দৈনিক মজুরী ভিত্তিক কাজে নিয়োজিত বিভিন্ন শাখায় কর্মরত ২৩ জন কর্মচারীবৃন্দ। রোববার (২১ আগষ্ট) দুপুর ১টায় বন্দর থানার সোনাকান্দাস্থ উল্লেখিত প্রতিষ্ঠানের অধ্যক্ষ রুমের সামনে তারা ওই বিক্ষোভ করে।


বিক্ষোভরত কর্মচারীরা গনমাধ্যমকে জানান, আমরা দীর্ঘ তিন মাস ধরে কোন বেতন পাচ্ছি না। কেন বেতন পাচ্ছি না মেরিন টেকনোলজির অধ্যক্ষ এর কোন সুনিদৃষ্ট উত্তর দিচ্ছে না আমাদের। বেতন না পেয়ে বর্তমানে আমরা পরিবার পরিজন নিয়ে মারাত্মক অসুবিধার মধ্যে আছি। 


এ ব্যাপারে বাংলাদেশ ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রকৌশলী আকরাম আলী গনমাধ্যমকে জানান, বিক্ষোভরত কর্মচারীরা আমাদের অফিসিয়াল কোন স্টাফ না। তারা দৈনিক মজুরী ভিত্তিক কর্মচারী। এখানে অনেকে বহু বছর ধরে আমাদের প্রতিষ্ঠানে কাজ করে আসছে।


দৈনিক মুজরী ভিত্তিক কর্মচারীদের বকেয়া বেতনের বিষয়টি আমি আমার ডিজি স্যারকে অবগত করেছি। আশা করি অচিরেই তাদের প্রাপ্প বকেয়া বেতন তাদের হাতে তুলে দেওয়া হবে। 


বিক্ষোভ কালে ওই সময় উপস্থিত ছিলেন কম্পিউটার অপরেটর মাহমুদা আক্তার, ফৌজিয়া খাতুন, মর্জিনা আক্তার স্মৃতি, কর্মচারী রিফাত হোসেন, মোঃ ইমন হোসেন, মোজাম্মেল হক, মঞ্জুরুল মিয়া,আব্দুল করিম, মোঃ লিটন মিয়া, সুমন, ইমরান হোসেন, সামেউল হক, মামুন মিয়া, হারুন মিয়া, শাহিনমিয়া, মোনায়েম, শাহ আলম, কাঞ্চন মিয়া, জাহিদুল ইসলাম, শ্রী শিবা, শ্রী আকাশ ও মুন্নি রানী প্রমুখ।      
 

সম্পর্কিত বিষয়: