নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

২৭ ডিসেম্বর ২০২৪

শোক দিবসে সদর উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের শ্রদ্ধা নিবেদন

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০২:০১, ১৭ আগস্ট ২০২২

শোক দিবসে সদর উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের শ্রদ্ধা নিবেদন

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রসাশন ও উপজেলা পরিষদের উদ্যোগে সদর উপজেলা চত্বরে নির্মিত জাতির পিতার ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়।


সোমবার (১৫ আগস্ট) দুপুরে সদর উপজেলা চেয়ারম্যান এড. আবুল কালাম আজাদ বিশ্বাস এর নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম আবু তালেব, উপজেলা সমাজসেবা কর্মকর্তা হামিদুল মিয়া, প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আতাউর রহমান ভূঁইয়া, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. শাহ আলম ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহরিয়ার সালমাসহ উপজেলার সকল কর্মকর্তা-কর্মচারিগণ।