নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

২১ নভেম্বর ২০২৪

বন্দরে বেঁদে গৃহবধূ ফাতেমার ঘাতক স্বামী গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০১:৩৩, ৮ আগস্ট ২০২২

বন্দরে বেঁদে গৃহবধূ ফাতেমার ঘাতক স্বামী গ্রেপ্তার

বন্দরে বেঁদে সম্প্রদায়ের গৃহবধূ  ফাতেমা আক্তার (২৭) হত্যা মামলার প্রধান আসামী ঘাতক স্বামী মোর্শেদ (৩৫) কে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। রোববার (৭ আগষ্ট) দুপুরে গৃহবধূ ফাতেমা আক্তার মামলায় তাকে আদালতে প্রেরণ করেছে পুলিশ। 


এরআগে শনিবার (৬ আগষ্ট) বিকেল সাড়ে ৪টায় বন্দর উপজেলার কলাগাছিয়া বাজার খেয়াঘাটে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত ঘাতক র্মোশেদ বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের চর-ধলেরশ^রী এলাকার সিরাজ মাতবর মিয়ার ছেলে। 


তথ্য সূত্রে জানা গেছে, গত ১০ বছর পূর্বে মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানার মোল্লাকান্দী এলাকার বেঁধে নোয়াব মিয়ার মেয়ে ফাতেমার সাথে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের চর-ধলেরশ^রী এলাকার সিরাজ মাতবর মিয়ার ছেলে মোর্শেদ মিয়ার সাথে বিয়ে হয়। 


বিয়ের পর তাদের সংসারে ফাহিম (৭) নামে একটি পুত্র সন্তান রয়েছে। গত ৩০ জুলাই দিবাগত রাত দেড়টায় ঘাতক স্বামী  র্মোশেদের মামা আকবর মিয়া মামলার বাদিনী ননদের স্বামী গিয়াস উদ্দিনের ০১৯৪২৯০৩১৩৪ নাম্বার মোবাইল ফোনে দিয়ে গৃহবধূ ফাতেমা বেগম অসুস্থ বলে জানায়। 


এর দুই ঘন্টা পর রাত সাড়ে ৩টায় স্বামী পক্ষের আত্মীয় স্বজনরা উল্লেখিত নাম্বারে আবার জানায় তাদের মেয়ে ফাতেমা বেগম মারা গেছে। এ সংবাদ পেয়ে নিহত গৃহবধূর পিতা/মাতাসহ তাদের আত্মীয় স্বজনরা ৩১ জুলাই সকাল ৮টায় স্বামীর বাড়িতে এসে লাশ দেখতে পায়। 


সে সাথে লাশের গলায় আঘাতের চিহ্নসহ  নাক, কান ও গলা দিয়ে তরল পদার্থ দেখতে পায়। গৃহবধূর স্বজনরা লাশ দাফনের জন্য মুন্সিগঞ্জে নিয়ে যেতে চাইলে ওই সময় ঘাতক স্বামী, শ^শুড়/ শ^াশুড়ীসহ তাদের আত্মীয় স্বজনরা লাশ দিতে অনিহা প্রকাশ করে তড়িগড়ি ভাবে লাশ দাফন করে ফেলে। 


এ ছাড়াও ঘাতক স্বামী র্মোশেদ, শ^শুড় সিরাজ মাতবর ও শ^াশুড়ী কাজলী বেগম পারিবারিক বিষয় নিয়ে বিভিন্ন সময়ে গৃহবধূ ফাতেমা আক্তারকে শাররিক ভাবে নির্যাতন করে আসছিল।