নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

০৮ সেপ্টেম্বর ২০২৪

আড়াইহাজারে মহাসড়কের পাশে পঁচা চামড়ার স্তুপ, দূর্গন্ধে চরম দূর্ভোগ

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০২:১০, ১৫ জুলাই ২০২২

আড়াইহাজারে মহাসড়কের পাশে পঁচা চামড়ার স্তুপ, দূর্গন্ধে চরম দূর্ভোগ

আড়াইহাজার উপজেলার ঢাকা-বিশনন্দী আঞ্চলিক মহাসড়কের সাদারদিয়া ব্রীজ সংলগ্ন এলাকায় ঈদের দিন থেকে অদ্যবদি পর্যন্ত কোরবানীর পশুর চামড়া জড়ো করে স্তুপাকারে রেখে দেয়া হয়েছে।

 

চামড়ার পচা দূর্গন্ধে পথচারিরা চরম দূর্ভোগ পোহাচ্ছে। এ ব্যপারে প্রশাসনের পক্ষ থেকে কোন ব্যবস্থা গ্রহণ না করায় স্থানীয়দের মাছে ক্ষোভ বিরাজ করছে।


স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, গোপালদী পৌরসভার রামচন্দ্রদী গ্রামের নগর বাসী দাস।  তিনি প্রতি বছরই কোরবানীর পশুর চামড়া কিনে এ ব্যস্ততম সড়কের পাশে স্তুপাকারে রেখে দেন। সেগুলো পঁচে প্রক্রিয়াজাত করার উপযুক্ত না হওয়া পর্যন্ত এখানেই স্তুপাকারে পড়ে থাকে। 


ফলে চামড়ার দূর্গন্ধে পথচারিরা চরম দূর্ভোগ পোহান। দূর্গন্ধে এলাকার বাতাস দূষিত হয়ে আশপাশের লোকজন নানা রোগব্যাধীতে আক্রান্ত হয়।

 

পঁচা চামড়া থেকে উঠা মাছি গুলো আশে পাশে বসবাসরত বাড়ী ঘরে প্রবেশ করে খাবারের পাত্রে বসে রোগজীবানু ছড়াচ্ছে। ফলে এলাকাবাসির ভোগান্তির শেষ নেই। 


আঞ্চলিক মহাসড়কে চলাচলরত বিভিন্ন গাড়ীর যাত্রীদেরকেও নাকে মুখে ঠেঁসে রুমাল ধরে এলাকাটি পার হতে হয়। 


রামচন্দ্রদী এলাকার নজরুল  জানান, প্রকাশ্যে মহাসড়কে এভাবে চামড়া ফেলে পরিবেশের ক্ষতি করলেও কোন ব্যবস্থা নেয়া হচ্ছেনা। 


আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, বিষয়টি আমলে নিয়ে এর প্রতিকারের ব্যবস্থা নেয়া হবে।