নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

২২ নভেম্বর ২০২৪

ফতুল্লায় চুরি হওয়া কোরবানির গরু উদ্ধার করল পুলিশ

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০৪:২১, ১০ জুলাই ২০২২

ফতুল্লায় চুরি হওয়া কোরবানির গরু উদ্ধার করল পুলিশ

কোরবানির জন্য ক্রয় করে নিয়ে আসা গরু নিজ বাসা থেকে চুরির ১৮ ঘন্টার ব্যবধানে চুরি যাওয়া গরুটি চোরের বাসা থেকে উদ্ধার করলো পুলিশ।  

 

শুক্রবার (৮ জুলাই) মধ্যরাতে ফতুল্লার মাসদাইর  গরুটি চুরি হলে শনিবার (৯ জুলাই) বিকেলে ফতুল্লার মাসদাইর থেকে উদ্ধার করা হয়।তবে কাউকে গ্রেফতার করা হয়নি।

 

ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক নজরুল ইসলাম জানায়, ফতুল্লার মাসদাইর গুদারাঘাটের মৃত আব্দুল আলিম মিয়ার পুত্র জানে আলম শুক্রবার বিকেলে ফতুল্লার গরু হাট থেকে ৯০ হাজার টাকা দিয়ে একটি ষাড় গরু ক্রয় করে সাড়ে ৫ টার দিকে 

 

ফতুল্লা মডেল থানার  মাসদাইর গুদারাঘাটস্থ গরুর মালিক তার তিন তলা ভবনের সামনের  ফাঁকা জায়গায় গরুটিকে খাবার দিয়ে বাড়ির প্রধান  গেইটে ও গরুর গলায় সিকল দিয়ে তালা মেরে  রাখে।  রাত সোয়া বারোটার দিকে সবাই ঘুমিয়ে পরে।শনিবার ভোর সাড়ে চারটার দিকে ঘুম থেকে জেগে দেখে গরুটি নেই।

 

বিকেল পাঁচটার দিকে লোকমুখে জানতে পারে যে, চুরি যাওয়া গরুটি মাসদাইর গুদারাঘাটস্থ সাব্বিরের বাসার নিচতলার একটি রুমে বাধাবস্থায় রয়েছে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চুরি যাওয়া গরুটি উদ্ধার করে।

 

এ বিষয়ে গরুটির মালিক জানে আলম বাদী হয়ে মাসদাইর গুদারাঘাট এলাকার স্বপন মিয়ার পুত্র সাব্বির, একই এলাকার নুর মোহাম্মদের পুত্র মোঃ রাকিব ও মাসদাইর বাজার এলাকার মৃতঃ মাঈনউদ্দিনের পুত্র বাবু ওরফে চোরা বাবু সহ অজ্ঞাতনামা তিন জনকে আসামী করে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছে।