নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

২১ নভেম্বর ২০২৪

বন্দরে পরকীয়া প্রেমিক-প্রেমিকার বিষপানে আত্মহত্যা

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০১:১৭, ৮ জুলাই ২০২২

বন্দরে পরকীয়া প্রেমিক-প্রেমিকার বিষপানে আত্মহত্যা

নারায়ণগঞ্জের বন্দরে বাড়িওয়ালা ও ভাড়াটিয়া গৃহবধূও পরকীয়া প্রেমের ঘটনা ফাঁস হওয়ায় লোকলজ্জার ভয়ে ২ সন্তানের জনক  বাড়িওয়ালা প্রেমিক  এমদাদ হোসেন ওরফে ইমরান (৪৮) ও ভাড়াটিয়া প্রেমিকা শিল্পি সূত্র ধর ওরফে বৃষ্টি (২৬) বিষপানে আত্মহত্যা করেছে।

 

বৃহস্পতিবার (৭ জুলাই) গভীর রাতে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের উত্তর নিশং এলাকার চাউল ব্যবসায়ী বাড়িওয়ালা এমদাদ মিয়ার বাড়িতে এ ঘটনাটি ঘটে।

 

আত্মহননকারী বাড়িওয়ালা এমদাদ হোসেন ওরফে ইমরান বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের উত্তর মহনপুর এলাকার মৃত হোসেন মিয়ার ছেলে ও ২ সন্তানের জনক ও শিল্পি সূত্র ধর ওরফে বৃষ্টি এমদাদ হোসেন মিয়ার বাড়ির ভাড়াটিয়া মানিক চন্দ্র সূত্র ধরের স্ত্রী ও ২ সন্তানের জননী।  


এদিকে এ ঘটনার সংবাদ পেয়ে বন্দর থানার অফিসার ইনর্চাজ দীপক চন্দ্র সাহা ঘটনাস্থল পরিদর্শন করেন । এ ব্যাপারে বন্দর থানায় পৃথক দুইটি আত্মহত্যা মামলা দায়ের করা হয়েছে। 


এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত ২ মাস পূর্বে ঢাকা ডিএমপি কোতয়ালী থানার ৬নং পানী টোলা তাতি বাজার এলাকার মানিক চন্দ্র ধর তার স্ত্রী শিল্পী সূত্র ধর ওরফে বৃষ্টিসহ আমার ২ সন্তানকে নিয়ে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের উত্তর মহনপুরস্থ ঢাকা বাদামতলী চাউল ব্যবসায়ী ও ২ সন্তানের জনক এমদাদ হোসেন ওরফে ইমরানের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস শুরু করে। 


একই বাড়িতে বাড়িওয়ালা এমদাদ হোসেন ও ভাড়াটিয়া ২ সন্তানের জননী শিল্পী সূত্র ধর ওরফে বৃষ্টির সাথে পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে উঠে। বাড়িওয়ালা ও ভাড়াটিয়া পরকীয়া প্রেমের সম্পর্ক বিষয়টি বেশ কিছু দিন পূর্বে বাড়িওয়ালা স্ত্রীসহ এলাকাবাসী টের পায়। এ নিয়ে এমদাদ হোসেন   ও তার স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। 


এর জের ধরে গত বৃহস্পতিবার গভীর  রাতে লোকলজ্জার ভয়ে ২ সন্তানের জনক বাড়িওয়ালা এমদাদ হোসেন ও পরকীয়া প্রেমিকা শিল্পী সূত্র ধর ওরফে বৃষ্টি বিষপান করে। পরে স্থানীয়রা  দুই জনকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুই জন মৃত্যু বরণ করে। 


এ ব্যাপারে বন্দর থানার অফিসার ইনর্চাজ দীপক চন্দ্র সাহা জানান, লাশ দুটি নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছি। এ ঘটনায় বন্দর থানায় পৃথক দুইটি অপমৃত্যু মামলা দাযের করেছে। তবে আত্মহত্যার সঠিক কারন এখানো জানা যায়নি।