নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

২২ নভেম্বর ২০২৪

সোনারগাঁ আনন্দবাজার পশুর হাট জমে উঠেছে

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২৩:০৮, ৭ জুলাই ২০২২

সোনারগাঁ আনন্দবাজার পশুর হাট জমে উঠেছে

সোনারগাঁয়ের আনন্দ বাজার পশুরহাটে মানুষের ঢল নেমেছে। এতে হাসি ফুটেছে পশু বিক্রেতাদের মুখেও। এখন কেবল দরদাম নয়, কোরবানির পশু কেনাবেচাও শুরু হয়েছে জোরতালে। তাই সাধ ও সাধ্যের সমন্বয় ঘটিয়ে কোরবানির জন্য হাটের সেরা পশুটিই কিনতে চাইছেন সবাই।


বুধবার সকাল থেকেই সোনারগাঁওয়ের আনন্দবাজার পশুরহাটে ভিড় লক্ষ্য করা যাচ্ছে। সময় যত গড়াচ্ছে ভিড় ততই বাড়ছে। দুপুর গড়াতে যেন জনস্রোত তৈরি হয়েছে আনন্দ বাজার পশুরহাটে। তবে করোনা সংক্রমণ আবার বাড়তে শুরু করলেও স্বাস্থ্যবিধির কোন বালাই নেই!

 

পশুরহাটের চিত্র এখন অন্য সময়ের মতোই। গরু আর ছাগলের আমদানিও হয়েছে প্রচুর।হাটে গিয়ে দেখা যায় ভারতীয় গরু নেই। এই পশুরহাটের আধিপত্য রয়েছে দেশী গরুরই। তবে বড় গরুর চেয়ে ছোট এবং মাঝারি আকারের গরুর কাছেই ক্রেতাদের ভিড় বেশি, চাহিদাও বেশি।


আনন্দ বাজার হাটে সবচেয়ের বড় গরু ওমরসানি যার মূল্য প্রায় ৫ লক্ষ টাকা বিক্রি করবে এখন পর্যন্ত দাম উঠছে ৩লক্ষ আশি হাজার টাকা।গরুটি আড়াইহাজার উপজেলার কালিপাহিড়া এলাকায় পূর্বালী এগ্রো ফার্মে থেকে আনা হয়ছে।


আনন্দ বাজার হাট সপ্তাহ দুই দিন বসে হাট কমিটি বলছেন- আজ বিক্রি ভালো হয়ছে ঈদুল আজহার আগের দিন শনিবার সোনারগাঁয়ের সবচেয়ের বড় হাট হবে আমদানি ভালো হবে।