ফতুল্লার পাগলা রেলস্টেশনে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক নারীর মৃত্যু হয়েছে। রোববার (৫ জুন) দুপুর তিনটার দিকে বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই নারী দ্রুততার সাথে রেললাইন ধরে রাস্তা পার হচ্ছিলেন৷ এমন সময় নারায়ণগঞ্জ থেকে ঢাকাগামী লোকাল ট্রেনের নিচে কাটা পড়েন তিনি। এতে ঘটনাস্থলেই মারা যান ওই নারী।
এই রিপোর্ট লেখা অবধি নিহতের পরিচয় জানা যায়নি। সংবাদ পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়।