নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

২১ ডিসেম্বর ২০২৪

সাবেক চেয়ারম্যান মাসুমের ভাগ্নে মাদক সম্রাট শান্ত গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০৫:১৩, ২৫ মে ২০২২

সাবেক চেয়ারম্যান মাসুমের ভাগ্নে মাদক সম্রাট শান্ত গ্রেপ্তার

বন্দরে মাদক মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী শান্ত (৩৫)কে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ। গত সোমবার সন্ধ্যায় হালুয়াপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
 
ধৃত শান্ত ধামগড় ইউনিয়নের হালুয়াপাড়া এলাকার মৃত ইসলাম মিয়ার ছেলে ও সাবেক ধামগড় ইউনিয়নের চেয়ারম্যান মাসুম আহমেদের ভাগ্নে। 
 
জানাগেছে,বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের হালুয়াপাড়া এলাকায় মাদক সম্রাট শান্ত দীর্ঘদিন ধরে মাদকের রমরমা ব্যাবসা করে আসছিল। তার নামে একাধিক মামলা ও ওয়ারেন্ট রয়েছে। 

গত সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ধামগড় ইউনিয়নের হালুয়াপাড়া এলাকা থেকে তাকে ওয়ারেন্টমুলে গ্রেফতার করেন বন্দর থানার সেকেন্ড অফিসার এস আই আবুল খায়ের। মঙ্গলবার দুপুরে তাকে কোর্টে প্রেরন করা হয়।