ফতুল্লার মাসদাইরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেলেন শ্মশানের ডোম দর্পণ (৩৫)। শনিবার (৭ মে) বিকেল ৩ টায় রাস্তায় পরে থাকা ইন্টারনেট এবল ডিস লাইনের পরে থাকা তারের সঙ্গে (বিদ্যুৎ সংযুক্ত) পা লেগে বিদ্যুৎস্পৃষ্টে তিনি মারা যান। মৃত দর্পণ মাসদাইর সিটি কর্পোরেশন শ্মশান কলোনীর বিরবল ডোমের ছেলে।
ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক হুমায়ুন কবির (৩) জানায়, শনিবার দুপুর তিনটার দিকে শ্মশান ঘাটের বিপরীতে মাসদাইর মোড়ে পান খেতে যায়। সেখান থেকে ফেরার পথে রাস্তায় পরে থাকা ইন্টারনেট ও ডিস লাইনের পরে থাকা তারের সঙ্গে (বিদ্যুৎ সংযুক্ত) পা লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছিটকে মাটিতে পরে যায় দর্পণ।
স্থানীয় লোকজন দর্পণকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।