নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

২৩ নভেম্বর ২০২৪

খোকন সাহার বিরুদ্ধে আইভীর মামলা, সিদ্ধিরগঞ্জে তাঁতীলীগের প্রতিবাদ সভা 

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০৪:২৩, ২৭ এপ্রিল ২০২২

খোকন সাহার বিরুদ্ধে আইভীর মামলা, সিদ্ধিরগঞ্জে তাঁতীলীগের প্রতিবাদ সভা 

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহার বিরুদ্ধে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সেলিনা হায়াৎ আইভীর দায়ের করা মামলা পত্যাহারের দাবিতে সিদ্ধিরগঞ্জে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (২৬ এপ্রিল) দুপুরে সিদ্ধিরগঞ্জ থানার সামনে সিদ্ধিরগঞ্জ থানা তাঁতীলীগের আয়োজনে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সিদ্ধিরগঞ্জ থানা তাঁতী লীগের সাংগঠনিক সম্পাদক এস.এম নয়নের সঞ্চালনায় প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন সিদ্ধিরগঞ্জ থানা তাঁতী লীগের সভাপতি লিটন আহমেদ। 


এসময় লিটন আহমেদ বলেন, প্রথমেই সকলকে আমি একটি খুশির সংবাদ দিতে চাই মেয়র আইভীর করা মিথ্যা মামলায় আগাম জামিন পেয়ছেন খোকন দাদা। আমরা কার বিরুদ্ধে প্রতিবাদ করবো? কীসের বিরুদ্ধে প্রতিবাদ করবো। আজকে আমরা ক্ষমতাসীন দলের হয়েও প্রতিবাদ করছি, কি অদ্ভুত ব্যাপার। 


নারায়ণগঞ্জের একজন প্রখ্যাত আইনজীবী যিনি ৪০ বছর ধরে রাজনীতি করছেন। যিনি ২৬ বছর ধরে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক। যিনি দলের দুর্দিনে নিজের পকেটের টাকা খরচ করে অসংখ্য নেতাকর্মীর জামিন করিয়েছেন, জেল থেকে কর্মীদের বের করেছেন। তার জন্য প্রতিবাদ সভা করতে হচ্ছে। 


যিনি মামলা করেছেন তিনিও তো নৌকা মার্কা নিয়ে নির্বাচিত হয়ে বসে আছেন। নৌকা না থাকলে বোঝা যেত কার কতটুকু ক্ষমতা। মেয়র আইভী আপনি ভুল পথে পরিচালিত হচ্ছেন। যারা আপনাকে পরামর্শ দিচ্ছেন তারা ভাল লোক না। অতি দ্রুত মামলা প্রত্যাহার করে দলীয় ফোরামে বিষয়টি সুরাহা করুন। 


আমাদের প্রাণপ্রিয় নেতা খোকন সাহার বিরুদ্ধে যে মামলা করেছেন আমরা আওয়ামী লীগের নেতাকর্মীরা তৃণমূল পর্যায়ের সকল নেতারা এ মিথ্যা মামলা প্রত্যাহার চাই অবিলম্বে এ মামলা প্রত্যাহার করতে হবে। 
প্রতিবাদ সভা শেষে সিদ্ধিরগঞ্জ থানার সামনে থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি থানা এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে থানা তাঁতী লীগের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।