‘ভিক্ষা চাইনা আপনার সহযোগিতা চাই’ এ প্রতিপাদ্য নিয়ে স্বাধীনতা দিবস উপলক্ষে রূপগঞ্জে প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের লক্ষ্যে শীতলক্ষ্যা ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ওজন মাপা মেশিন বিতরণ করা হয়।
শনিবার (২৬ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার গোলাকান্দাইল পাগলার মোড়ে প্রতিবন্ধীদের ওজন মাপার মেশিন বিতরণ করা হয়েছে।
শীতলক্ষ্যা ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সাংবাদিক বিপ্লব হাসান প্রতিবন্ধীদের হাতে একটি করে ওজন মাপার মেশিন তুলে দেন। এসময় তিনি বক্তব্যে বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের সাহায্য নয় তাদের কর্মের মাধ্যমে আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছে আমাদের এই বাংলাদেশ। এই স্বাধীন দেশে প্রতিবন্ধী অসহায় ব্যক্তিরা অন্যের দয়ায় বেঁচে থাকেন আবার অনেকে তাদেরকে সমাজের বোঝা মনে করেন।
স্বাধীন দেশের নাগরিক হিসেবে প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থার মাধ্যমে আত্মনির্ভরশীল করে তুলা আমাদের কর্তব্য। আমার এ উদ্যোগ হয়ত খুবই সামান্য তবে আমি এই মহান স্বাধীনতা দিবসে প্রতিবন্ধী ব্যক্তিদের আত্মনির্ভরশীল করতে ওজন মাপার মেশিন বিতরণ করতে পেরে খুবই আনন্দিত।