নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

২১ নভেম্বর ২০২৪

ফতুল্লায় ৮ সহযোগীসহ কিশোর গ্যাং লিডার ইভন গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০১:৪৩, ১২ মার্চ ২০২২

ফতুল্লায় ৮ সহযোগীসহ কিশোর গ্যাং লিডার ইভন গ্রেপ্তার

দাবিকৃত চাঁদা আদায়ে ব্যর্থ হয়ে ফতুল্লার ইসদাইরে দুই নিরাপত্তারক্ষীকে মারধর করে রক্তাক্ত জখম করার ঘটনায় ৮ সহযোগীসহ কিশোর গ্যাং লিডার ইসদাইর এলাকার মূর্তিমান আতংক দূর্ধর্ষ সন্ত্রাসী ইভনকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। ইভনের বিরুদ্ধে হত্যা, ছিনতাই, চাদাঁবাজী, মাদকসহ একাধীক মামলা রয়েছে।

এ সময়  সন্ত্রাসী কাজে ব্যবহৃত তিনটি মোটর সাইকেল জব্দ করে পুলিশ। এদিকে ৮ সহযোগীসহ দূর্ধর্ষ সন্ত্রাসী ইভন গ্রেপ্তারে এলাকাবাসীর মাঝে স্বস্থি নেমে এসেছে।


গ্রেপ্তারকৃতরা হলো ফতুল্লা থানার ইসদাইর সুগন্ধা আবাসিক এলাকার আজম বাবুর পুত্র নাহিয়ান আজম ইভন, মো. মুসার পুত্র সাইফুল ইসলাম সুমন, একই থানার মাসদাইর তালা ফ্যাক্টরীর খোরশেদ হাসানের পুত্র সাইফ হাসান, জামতলা মসজিদ গলির রাসেল ব্যাপারী ওরফে বাবুলের পুত্র রাকিব, পূর্ব ইসদাইর সুগন্ধা গলির আব্দুল বাতেনের পুত্র নাসিম হোসেন (১৮), একই এলাকার আব্দুল মান্নানের পুত্র সাজ্জাদ হোসেন, কাশিপুর হাটখোলা চৌধুরী বাড়ীর মো. নাছির উদ্দিনের পুত্র নাজমুল ইসলাম নাদিম ও উত্তর চাষাড়া রামবাবুর পুকুর পাড়ের খালেদ হোসেনের পুত্র শাফায়েত হোসেন।


শুক্রবার (১১ মার্চ) দুপুরে পূর্ব ইসদাইর সমাজ কল্যান ব্যবসায়ী সমিতির পরিচালনা কমিটির সদস্য ষ্টুডিও ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান বাবু বাদী হয়ে  ৮ জনের নাম উল্লেখ্যসহ অজ্ঞাতনামা আরো২/৩ জনকে আসামী করে পাঁচ লাখ টাকা চাঁদাবাজীর অভিযোগ এনে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন। এই মামলায় আটককৃতদের পুলিশ গ্রেপ্তার দেখায়।

 

মামলায় উল্লেখ করা হয়, কিশোর গ্যাং লিডার দূর্ধর্ষ সন্ত্রাসী ইভনের নেতৃত্বাধীন সন্ত্রাসীরা গত কয়েকদিন যাবৎ পূর্ব ইসদাইর সমাজ কল্যান ব্যবসায়ী সমিতির পরিচালনা কমিটির নিকট পাঁচ লাখ টাকা চাঁদা দাবী করে আসছিলো। 


চাঁদা না দিলে কাউকে ব্যবসা করতে দিবে না মর্মে হুমকী প্রদান করে আসছিলো। বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টার দিকে সেসহ অন্যান্য ব্যবসায়ীরা দোকান বন্ধ করে বাসায় চলে যায়। পরে রাত সাড়ে তিনটার দিকে ইভন বাহিনী দেশীয় তৈরী ধারালো চাকু, রামদা, ছুরি নিয়ে তিনটি মোটর সাইকেল যোগে তাদের মার্কেটে এসে বিভিন্ন দোকানের  তালাবদ্ধ শার্টার গেইটে স্বজোরে লাথি মারতে থাকে। 


এসময় কর্তব্যরত নিরাপত্তারক্ষী জয়নাল আবেদীন ও মো. মনোহার বাধা প্রদান করলে তাদের কে মারধর করে। পরে তারা নিরাপত্তারক্ষীদের নিকট থেকে ২ হাজার ৩১০ টাকা ছিনিয়ে নেয়।


এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক হুমায়ুন কবির জানান, ইভন একজন দূর্ধর্ষ সন্ত্রাসী।  গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে হত্যা, চাদাঁবাজী, মাদক মামলাসহ  সমাজ বিরোধী নানা অপরাধের সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে।