নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

২২ এপ্রিল ২০২৫

ফতুল্লায় আওয়ামী লীগের ৩ জনকে পুলিশে দিলো ছাত্র-জনতা

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৯:২৪, ২২ এপ্রিল ২০২৫

ফতুল্লায় আওয়ামী লীগের ৩ জনকে পুলিশে দিলো ছাত্র-জনতা

ফতুল্লায় আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে তিন জনকে ধরে পুলিশের কাছে সোপর্দ করেছে ছাত্র-জনতা। মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেলে ফতুল্লার মুসলিম নগর এলাকায় এ ঘটনা ঘটে। 

আটককৃতরা হলেন- ফতুল্লার মুসলিম নগর এলাকার কামালের ছেলে তালহা শেখ (২২), মহিউদ্দিনের ছেলে কামাল (৫৫) ও জামাল (৪৮)। আটককৃতেদের মধ্যে তালহা শেখ শামীম ওসমান পুত্র অয়ন ওসমানের অনুসারী।

স্থানীয়রা জানায়, বৈষম্য বিরোধী ছাত্র  আন্দোলনে আটকৃকৃত তালহা শেখ ছাত্র আন্দোলন দমাতে অয়ন ওসমানের নেতৃত্বে ছাত্র জনতার উপরে নির্যাতন চালিয়েছিলো। 

পুত্রের প্রভাবে হাসিনা সরকারের শাসনামলে আটককৃত তালহা শেখ ও পরিবারের সদস্যরা স্থানীয় মহলে প্রভাব বিস্তার সহ নানা সন্ত্রাসী কর্মকান্ডে লিপ্ত ছিলো।

এ বিষয়ে ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, স্থানীয়রা তিন ব্যাক্তিকে ধরে পুলিশের কাছে দিয়েছে। আটককৃতরা আওয়ামী লীগের রাজনীতি করত কিনা তা এখন আমরা নিশ্চিত নই। আমরা বিষয়টি তদন্ত করছি।