নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

১৩ এপ্রিল ২০২৫

ফতুল্লায় বিএনপির সমাবেশের সার্বিক প্রস্তুতি প্রায় সম্পন্ন

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৯:৪২, ১১ এপ্রিল ২০২৫

ফতুল্লায় বিএনপির সমাবেশের সার্বিক প্রস্তুতি প্রায় সম্পন্ন

ফতুল্লার ডিআইটি মাঠের বিএনপির সমাবেশকে কেন্দ্র করে গত ৩দিন ধরেই  ঐতিহাসিক এ মাঠে চলছে মঞ্চ তৈরির কাজ। ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে পুরো ফতুল্লা। সাইনবোর্ড থেকে শুরু করে বক্তাবলী, কাশীপুর থেকে শুরু করে পাগলা, সব এলাকাতেই জোরেসোরে চলছে প্রচারণা। 

সমাবেশের প্রস্তুতি সম্পর্কে  শুক্রবার বিকেলে ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু বলেন, আমাদের সব প্রস্তুতি সম্পন্ন। আগামিকাল সকালের মধ্যে মঞ্চ তৈরির কাজ শেষ হয়ে যাবে। গত দু’দিন ধরেই আমরা মঞ্চ তৈরির কাজ পরিদর্শন করছি। আজকে প্রতিটি ইউনিয়নের নেতাকর্মীরা এখানে এসে। 

আমরা আশাবাদী আগামিকালের সমাবেশ একটা ইতিহাস রচনা করবে ফতুল্লা মাটিতে। এ সমাবেশ জনসমুদ্রে পরিনত হবে। নেতাকর্মীদের মনে আনন্দ-উৎসব বিরাজ করছে। শুধু বিএনপির নেতাকর্মীরাই নয়, এ সমাবেশে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত থাকবেন। 

ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী বলেন, এ সমাবেশের মাধ্যমে আমরা একটা বিষয় বুঝতে পেরেছি, গত ১৭ বছর আন্দোলন-সংগ্রাম করেও আমাদের নেতাকর্মীরা নিস্তেজ হয়ে যায়নি। তারা আগের চেয়ে বেশী উজ্জীবিত। শুধু আমাদের দলীয় নেতাকর্মীরাই নয়, সমাবেশে আসার জন্য প্রতিটি এলাকার পঞ্চায়েত প্রধানরা প্রস্তুতি নিচ্ছেন। 

এতে করে বুঝা যায় সাধারন মানুষের মনে বিএনপি এবং এই জনসভা নিয়ে পজিটিভ সাইন আছে। আশাকরি আগামিকালের সমাবেশ পুরো জেলায় একটা ইতিহাস রচনা করবে।  
 

সম্পর্কিত বিষয়: