নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

১৭ এপ্রিল ২০২৫

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে এক শিক্ষক : শুভ্র সাগরের বিরল রোগের করুণ লড়াই

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:২৬, ৮ এপ্রিল ২০২৫

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে এক শিক্ষক : শুভ্র সাগরের বিরল রোগের করুণ লড়াই

নারায়ণগঞ্জ সদর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পাগলা উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক শুভ্র সাগর আজ জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। একসময় স্কুলের শ্রেণিকক্ষে জ্ঞানের আলো ছড়ানো এই তরুণ শিক্ষক এখন নিজেই এক ভয়াবহ ও বিরল রোগের শিকার।

২০১৩ সালে ইংরেজি শিক্ষক হিসেবে পাগলা উচ্চ বিদ্যালয়ে যোগদান করেন শুভ্র সাগর। শিক্ষকতার এক বছর পর, ২০১৪ সালে হঠাৎ একদিন ক্লাস নেওয়ার সময় তিনি ব্রেইন স্ট্রোক করেন।

এই স্ট্রোক তার জীবনে এক ভয়াবহ মোড় নিয়ে আসে। স্ট্রোকের পর থেকেই তিনি এক অজানা ও বিরল রোগে আক্রান্ত হন, যা তাকে দিনের পর দিন মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। 

শুভ্র সাগরের অসুখটির নাম "হিমোল্যক্রিয়া", যা পৃথিবীতে অত্যন্ত বিরল। এই রোগের ফলে তার চোখ, মাথার তালু, নাক, কান, হাতের তালু এবং শরীরের পশমের গোড়া দিয়ে অঝোর ধারায় রক্ত ঝরে। তার রক্তচাপ হঠাৎ করে বেড়ে যায়, এবং সেই সময় শরীরের বিভিন্ন স্থান থেকে রক্তপাত হতে থাকে।

বিশ্বের বিভিন্ন দেশে এই রোগে আক্রান্ত রোগীর সংখ্যা হাতে গোনা কয়েকজন। শুভ্র সাগরসহ এখন পর্যন্ত মাত্র ৬ জনের এ রোগ শনাক্ত হয়েছে।

চিকিৎসার জন্য দীর্ঘ লড়াই

রোগ নিরাময়ের জন্য দেশের নামকরা চিকিৎসক থেকে শুরু করে ভারতের চেন্নাই পর্যন্ত উন্নত চিকিৎসার চেষ্টা করা হয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয় হলো, এখনো পর্যন্ত এই রোগের কোনো কার্যকর ওষুধ বা স্থায়ী চিকিৎসা আবিষ্কৃত হয়নি।

চিকিৎসকরা শুধুমাত্র উপসর্গ নিয়ন্ত্রণের চেষ্টা করছেন, কিন্তু তার শারীরিক অবস্থা দিন দিন আরও অবনতির দিকে যাচ্ছে।

এই তরুণ শিক্ষক এখন চরম কষ্টের মধ্যে দিন কাটাচ্ছেন। তার শারীরিক অবস্থা ক্রমেই দুর্বল হয়ে পড়ছে, কিন্তু তিনি এখনো বেঁচে থাকার আশা ছাড়েননি।

তার স্বপ্ন ছিল আরও অনেক শিক্ষার্থীকে গড়ে তোলার, কিন্তু এখন তিনি নিজেই বাঁচার জন্য লড়াই করছেন।
 

সম্পর্কিত বিষয়: