নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

০১ এপ্রিল ২০২৫

ফতুল্লায় শ্রমিকলীগ নেতা পলাশের সমন্ধি সন্ত্রাসী, ভুমিদস্যু আমির গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০৩:৫৪, ৩০ মার্চ ২০২৫

ফতুল্লায় শ্রমিকলীগ নেতা পলাশের সমন্ধি সন্ত্রাসী, ভুমিদস্যু আমির গ্রেপ্তার

ফতুল্লার আলীগঞ্জের শ্রমিকলীগ নেতা কাউছার আহমেদ পলাশের সমন্ধি সন্ত্রাসী ভুমিদস্যু আমির হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। এক ব্যবসায়ীর বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর লুটপাটের অভিযোগে শুক্রবার রাতে ফতুল্লার আলীগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এলাকাবাসী জানান, আওয়ামীলীগ সরকার আমলে পাগলা আলীগঞ্জ নন্দলালপুর পিলকুনি এলাকায় কেউ জমি ক্রয় বিক্রয় করলে আমির হোসেনকে চাঁদা দিতে হত। তার দাবীকৃত চাঁদা না দিলে জমির সামনে যেতে দিতেন না আমির হোসেন।

জমিতে ওয়ারিস দাবি করে সাইনবোর্ড লাগিয়ে চাঁদাবাজি করতেন তিনি। সাধারন লোকজনদের সে ভয়ভীতি দেখিয়ে মারাত্মক হয়রানী করতেন। 

এ ধরনের অপকর্ম করতেন শ্রমিকলীগ নেতা পলাশের প্রভাব খাটিয়ে। এখনো সে অপকর্ম অব্যাহত রেখেছেন। স্থানীয়রা আমির হোসেনকে কারাবন্দি রাখার দাবী জানিয়েছেন।

এবিষয়ে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, সাহাবুদ্দিন নামে এক ব্যবসায়ীর নির্মানাধীন বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাটের ঘটনায় দায়ের করা মামলায় আমির হোসেনকে গ্রেফতার করে তাকে আদালতে পাঠানো হয়েছে।