
মাসদাইর কেন্দ্রীয় সিটি কবরস্থান জামে মসজিদ প্রাঙ্গণে দুঃস্থ ও অসহায় সাধারণ মানুষের মাঝে ইফতার বিতরণ করলেন নারায়ণগঞ্জ জেলার নবাগত মানবিক জেলা প্রশাসক (ডিসি) মো. জাহিদুল ইসলাম মিঞা।
বৃহস্পতিবার ( ২৭শে মার্চ ) বাদ আছর মাসদাইর কেন্দ্রীয় সিটি কবরস্থান জামে মসজিদ প্রাঙ্গনে শত শত অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ করেন তিনি। এসময় নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ইফতার সামগ্রী বিতরণ শেষে মানবিক ডিসি গণমাধ্যমে জানান, আমাদের এই সামান্য ইফতার উপহারে সহায়তায় অনেক অসহায় ও দুঃস্থ সাধারণ মানুষের ভাগ্যের উত্থান হবে না। কিন্তু অন্তত একবেলা পবিত্র ইফতারে কিছুটা ভালো খাবার খেতে পারবে।
অনেক সময় ইচ্ছে থাকা সত্ত্বেও এই অসহায় মানুষগুলো ভালো ইফতার খেতে পারে না। তাই আমাদের জেলা প্রশাসনের পক্ষ হতে অসহায় ও দুঃস্থ সাধারণ মানুষের মাঝে সামান্য এই ইফতার উপহার।