নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

১৬ মার্চ ২০২৫

ইসলামী যুব আন্দোলন কুতুবপুর ইউনিয়ন শাখার আংশিক কমিটি ঘোষণা    

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৯:৫৭, ১৫ মার্চ ২০২৫

ইসলামী যুব আন্দোলন কুতুবপুর ইউনিয়ন শাখার আংশিক কমিটি ঘোষণা    

নারায়ণগঞ্জের ফতুল্লায় কুতুবপুর ইউনিয়ন ইসলামী যুব আন্দোলনের ২০২৫-২৬ সেশনের পাঁচ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেল ৫টায় নয়ামাটি এলাকার একটি অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা যুব আন্দোলনের সহ-সভাপতি সোহেল ঢালী। 

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ক্ষমতায় আসার আগেই একটি গোষ্ঠী দুর্বৃত্তায়ন শুরু করেছে। সদ্য পতিত আওয়ামী লীগ থেকে তারা ন্যূনতম শিক্ষা নিতে পারেনি।

মাগুরায় ৮ বছরের শিশু আছিয়াকে ধর্ষণ ও হত্যার ঘটনায় গভীর শোক প্রকাশ করে তিনি বলেন, দেশকে নিরাপদ করতে ইসলামপন্থার কোনো বিকল্প নেই।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী যুব আন্দোলন কুতুবপুর ইউনিয়ন শাখার সভাপতি হুসাইন মুহাম্মাদ মুন্না এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক হাফেজ তানভীর আহমাদ।

কমিটিতে সভাপতি হিসেবে হাফেজ তানভীর, সহ-সভাপতি হিসেবে আতিকুর রহমান, সাধারণ সম্পাদক হিসেবে হাফেজ ওমর ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক হিসেবে মুহাম্মাদ রূহুল আমিনের নাম ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে থানা যুব আন্দোলনের প্রচার সম্পাদক জাহিদ হাসানসহ ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
 

সম্পর্কিত বিষয়: