নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

১৪ মার্চ ২০২৫

নয়ামাটির ত্রাস শরীফ গ্রেপ্তার 

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:১৭, ১৩ মার্চ ২০২৫

নয়ামাটির ত্রাস শরীফ গ্রেপ্তার 

শাহ নিজাম এবং ফয়জুলের ক্যাডার শরীফকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। বুধবার রাতে ফতুল্লা নয়ামাটি এলাকা থেকে গ্রেপ্তার করে।

 বৃহস্পতিবার সকালে ফতুল্লা মডেল থানায় সোপর্দ করেছে। গ্রেপ্তারকৃত শরীফের নামে ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে।

সূত্র জানায়, নয়ামাটি এলাকায় শাহ নিজাম এবং ফায়জুলের ক্যাডার হিসেবে পরিচিত শরীফ ৫ আগস্টের পর ভোল পাল্টে বিএনপি বনে যায়। কোকো স্মৃতি সংসদের আহবায়ক পরিচয় দিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে।

ঝুট সেক্টর, চাঁদাবাজি, মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করে। ফয়জুলের ক্যাডার বাহিনীর সদস্যদের সংগঠিত করে এলাকায় নতুন বাহিনী গরে তোলে। 

স্থানীয়রা জানায়, শরীফ-বাদশা, চুন্নু, মিথুন বাহিনী বিগত আওয়ামীলীগ সরকারের সময়ে পূর্ব লামাপাড়া, নয়ামাটি এলাকাবাসীকে জিম্মি করে সন্ত্রাসী, চাঁদাবাজি, মাদক, অস্ত্র ব্যবসা, ভূমিদস্যুতায় মেতে ছিলেন।

৫ আগস্ট আওয়ামীলীগ সরকারের পতনের পর ভোল পাল্টে বিএনপি বনে যায় এবং পূর্বের ন্যায় সন্ত্রাসী কর্মকান্ড শুরু করে। শরীফ গ্রেপ্তার হওয়াতে এলাকায় স্বস্তি নেমে এসেছে।