নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

১২ মার্চ ২০২৫

ফতুল্লায় স্বেচ্ছাসেবক দল নেতা মামুন হত্যাকান্ডের বিচারের দাবিতে মানববন্ধন

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:৫৪, ১০ মার্চ ২০২৫

ফতুল্লায় স্বেচ্ছাসেবক দল নেতা মামুন  হত্যাকান্ডের বিচারের দাবিতে মানববন্ধন

ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবয়াক মামুন হোসাইন হত্যা কান্ডের বিচারের দাবিতে  মানববন্ধন করেছে ফতুল্লা থানা  বিএনপি ও অঙ্গ সংগঠনের  নেতা কর্মীরা।

সোমবার বেলা ১১ টার দিকে নারায়নগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের নিচে এ মানববন্ধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারের নিকট স্মারকলিপি দেয় নেতা কর্মীরা।

মানববন্ধনে বক্তারা বলেন,ফ্যাসিস্ট হাসিনা সরকার বৈষম্য বিরোধী আন্দোলনে দেশ ছেড়ে পালিয়ে যায়। একই সাথে পালিয়ে যায় তার দোসররা। সে সকল দোসররা পালিয়ে থেকে তাদের অনুসারিদেরকে দিয়ে অর্থের বিনিময়ে ব্যবহার করে দেশকে অস্থিতিশীল করে তুলতে হত্যা,ছিনতাই,ডাকাতি, লুটতরাজ,ধর্ষন সহ নানা অপরাধমূলক কর্মকান্ডের জন্ম দিচ্ছে।

এরই ধারাবাহিকতায় নারায়নগঞ্জের গডফাদার শামীম ওসমানের অন্যতম দোসর ফতুল্লার কুতুবআইল তথা ফতুল্লা শিল্পঞ্চলের গডফাদার আকতার ও সুমনের অর্থায়নে ভাড়াটে কিলাররা গুলি করে মামুন কে। আকতার -সুমন সহ  সকল আসামীদরে গ্রেফতার করে শাস্তির মুখোমুখি না করা পর্যন্ত নেতাকর্মীরা রাজপথে থাকার অঙ্গীকার করেন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির যুগ্ম আহবায়ক রুহুল আমিন শিকদার,ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাকির হোসেন রবিন,

ফতুল্লা থানা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক আব্দুল খালেক টিপু, ফতুল্লা থানা শ্রমিক দলের আহবায়ক শাহ আলম পাটোয়ারী, জেলা কৃষক দল নেতা জুয়েল আরমান,ফতুল্লা থানা বিএনপির  ছাত্র বিষয়ক সম্পাদক সাগর সিদ্দিকী,  তাতি দলের সভাপতি ইউনুস মাস্টার,সাধারন সম্পাদক ইমন, ফতুল্লা থানা স্বেচ্ছা সেবকদলের যুগ্ম আহবায়ক আমিনুল ইসলাম লিটন,এস,কে শাহিন,হারুনুর রশীদ হারুন,আরিফ প্রধান সহ নিহতের পরিবারের সদস্যরা।